কলকাতা প্রতিনিধি
অত্যাধুনিক ফরাসি যুদ্ধবিমান ‘রাফাল’ ক্রয়ে দুর্নীতির অভিযোগে এবার সোচ্চার হয়ে উঠেছে ভারতের শাসক দল বিজেপি ও কংগ্রেস উভয়ই। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বহুদিন ধরেই রাফাল দুর্নীতি নিয়ে বিজেপিকে আক্রমণ করে আসছেন। এবার ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের এক প্রতিবেদনকে কেন্দ্র করে বিজেপিও কংগ্রেসকে পাল্টা আক্রমণ শুরু করেছে।
মিডিয়াপার্টের প্রতিবেদনে বলা হয়, ‘ভারতের সঙ্গে রাফাল চুক্তি বহাল রাখতে গোপনে এক মধ্যস্থতাকারীকে অন্তত ৭৫ লাখ ইউরো দিতে হয়েছিল ফরাসি সংস্থা দাসোঁ অ্যাভিয়েশনকে। সংস্থাটির তদন্তে উঠে আসে, ২০১৩ সালের আগেই এই পরিমাণ অর্থ সুশেন গুপ্তা নামে এক ব্যক্তির মাধ্যমে সেই মধ্যস্থতাকারীকে দেওয়া হয়েছিল। অর্থাৎ মনমোহন সিংয়ের আমলেই শুরু হয় রাফাল ঘুষকাণ্ড।’
এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ভারতের জাতীয় কংগ্রেসকে বিদ্রূপ করে বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন, ‘আই নিড কমিশন (আমার কমিশন লাগবে)।’ কংগ্রেস অবশ্য বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলছে, ‘সমস্ত তথ্য-প্রমাণ হাতে পেয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) রাফায়েল মামলার তদন্ত করেনি।’
কংগ্রেস আমলে রাফাল যুদ্ধবিমান কেনার আলোচনা শুরু হলেও চুক্তি হয় মোদি সরকারের আমলে। অভিযোগ রয়েছে, অনেক বেশি অর্থ খরচ করে কেনা হয়েছে এই আধুনিক যুদ্ধবিমান। সম্প্রতি ফরাসি আদালতও রাফাল দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভারতে রাফালবিরোধী আন্দোলন তেমন জোরালো না হলেও, বফর্স কামান ক্রয়ে দুর্নীতির অভিযোগে রাহুলের বাবা রাজীব গান্ধীকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
অত্যাধুনিক ফরাসি যুদ্ধবিমান ‘রাফাল’ ক্রয়ে দুর্নীতির অভিযোগে এবার সোচ্চার হয়ে উঠেছে ভারতের শাসক দল বিজেপি ও কংগ্রেস উভয়ই। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বহুদিন ধরেই রাফাল দুর্নীতি নিয়ে বিজেপিকে আক্রমণ করে আসছেন। এবার ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের এক প্রতিবেদনকে কেন্দ্র করে বিজেপিও কংগ্রেসকে পাল্টা আক্রমণ শুরু করেছে।
মিডিয়াপার্টের প্রতিবেদনে বলা হয়, ‘ভারতের সঙ্গে রাফাল চুক্তি বহাল রাখতে গোপনে এক মধ্যস্থতাকারীকে অন্তত ৭৫ লাখ ইউরো দিতে হয়েছিল ফরাসি সংস্থা দাসোঁ অ্যাভিয়েশনকে। সংস্থাটির তদন্তে উঠে আসে, ২০১৩ সালের আগেই এই পরিমাণ অর্থ সুশেন গুপ্তা নামে এক ব্যক্তির মাধ্যমে সেই মধ্যস্থতাকারীকে দেওয়া হয়েছিল। অর্থাৎ মনমোহন সিংয়ের আমলেই শুরু হয় রাফাল ঘুষকাণ্ড।’
এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ভারতের জাতীয় কংগ্রেসকে বিদ্রূপ করে বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন, ‘আই নিড কমিশন (আমার কমিশন লাগবে)।’ কংগ্রেস অবশ্য বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলছে, ‘সমস্ত তথ্য-প্রমাণ হাতে পেয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) রাফায়েল মামলার তদন্ত করেনি।’
কংগ্রেস আমলে রাফাল যুদ্ধবিমান কেনার আলোচনা শুরু হলেও চুক্তি হয় মোদি সরকারের আমলে। অভিযোগ রয়েছে, অনেক বেশি অর্থ খরচ করে কেনা হয়েছে এই আধুনিক যুদ্ধবিমান। সম্প্রতি ফরাসি আদালতও রাফাল দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভারতে রাফালবিরোধী আন্দোলন তেমন জোরালো না হলেও, বফর্স কামান ক্রয়ে দুর্নীতির অভিযোগে রাহুলের বাবা রাজীব গান্ধীকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪