Ajker Patrika

রাফাল দুর্নীতি নিয়ে ফের ভারতের রাজনীতিতে উত্তাপ

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০: ৩০
রাফাল দুর্নীতি নিয়ে ফের ভারতের রাজনীতিতে উত্তাপ

অত্যাধুনিক ফরাসি যুদ্ধবিমান ‘রাফাল’ ক্রয়ে দুর্নীতির অভিযোগে এবার সোচ্চার হয়ে উঠেছে ভারতের শাসক দল বিজেপি ও কংগ্রেস উভয়ই। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বহুদিন ধরেই রাফাল দুর্নীতি নিয়ে বিজেপিকে আক্রমণ করে আসছেন। এবার ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের এক প্রতিবেদনকে কেন্দ্র করে বিজেপিও কংগ্রেসকে পাল্টা আক্রমণ শুরু করেছে।

মিডিয়াপার্টের প্রতিবেদনে বলা হয়, ‘ভারতের সঙ্গে রাফাল চুক্তি বহাল রাখতে গোপনে এক মধ্যস্থতাকারীকে অন্তত ৭৫ লাখ ইউরো দিতে হয়েছিল ফরাসি সংস্থা দাসোঁ অ্যাভিয়েশনকে। সংস্থাটির তদন্তে উঠে আসে, ২০১৩ সালের আগেই এই পরিমাণ অর্থ সুশেন গুপ্তা নামে এক ব্যক্তির মাধ্যমে সেই মধ্যস্থতাকারীকে দেওয়া হয়েছিল। অর্থাৎ মনমোহন সিংয়ের আমলেই শুরু হয় রাফাল ঘুষকাণ্ড।’

এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ভারতের জাতীয় কংগ্রেসকে বিদ্রূপ করে বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন, ‘আই নিড কমিশন (আমার কমিশন লাগবে)।’ কংগ্রেস অবশ্য বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলছে, ‘সমস্ত তথ্য-প্রমাণ হাতে পেয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) রাফায়েল মামলার তদন্ত করেনি।’

কংগ্রেস আমলে রাফাল যুদ্ধবিমান কেনার আলোচনা শুরু হলেও চুক্তি হয় মোদি সরকারের আমলে। অভিযোগ রয়েছে, অনেক বেশি অর্থ খরচ করে কেনা হয়েছে এই আধুনিক যুদ্ধবিমান। সম্প্রতি ফরাসি আদালতও রাফাল দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভারতে রাফালবিরোধী আন্দোলন তেমন জোরালো না হলেও, বফর্স কামান ক্রয়ে দুর্নীতির অভিযোগে রাহুলের বাবা রাজীব গান্ধীকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত