আল-আমিন রাজু, ঢাকা
দক্ষিণখান থানায় স্বামী আব্দুল মজিদের বিরুদ্ধে জিডি করতে এসেছেন খানপাড়ার বাসিন্দা আসমা বেগম। তাঁর অভিযোগ, স্বামী দীর্ঘদিন ধরে খরপোশ দেন না। যোগাযোগ করলে দুর্ব্যবহার করেন। তাই স্বামীর নামে জিডি করার সিদ্ধান্ত নিয়েছেন।
দক্ষিণখান থানার ওসি মামুনুর রহমান জানালেন, তাঁর থানায় আসমার মতো নারীরাই সবচেয়ে বেশি অভিযোগ নিয়ে আসেন। বেশির ভাগই স্বামীর সংসার নানা অভিযোগ করেন।
গত ৩০ জানুয়ারি প্রায় ৭ ঘণ্টা দক্ষিণখান থানায় অবস্থান করে ওসির কথার প্রমাণও মিলল। ওই থানায় সেবা নিতে যারা এসেছিলেন; তাদের মধ্যে বেশির ভাগই নারী। পারিবারিক কলহ থেকে শুরু করে জমিজমার বিরোধ নিয়ে নানা রকম অভিযোগ তাঁদের। দায়িত্বরতরা আন্তরিকতার সঙ্গেই তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেন বলেও জানালেন বেশিরভাগ ভুক্তভোগী।
দুপুরের দিকে স্বামীকে সঙ্গে নিয়ে থানায় এলেন এক নারী। ভোটার আইডি কার্ডের রসিদ হারিয়ে জিডি করতে এসেছেন। এর কিছুক্ষণ পর শিশুসন্তানকে কোলে নিয়ে আরেক নারী এলেন কাঁদতে কাঁদতে। তাঁর অভিযোগ, বাসা ছাড়তে চাওয়ায় ওই বাড়ির কেয়ারটেকার তাকে মারধর করেছেন। এ ঘটনায় একটি জিডি করতে চান তিনি। পরে কয়েকজন পুলিশ ওই নারীকে নিয়ে ঘটনাস্থলে গেলে কেয়ারটেকার পালিয়ে যান।
দুপুর গড়িয়ে বিকেল হল। এবার থানায় এলেন এক ব্যবসায়ী। জানালেন, তাঁর কারখানায় নতুন এক কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই জিডি করবেন।
বিকেল ৪টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক থানায় আসেন। মোটরসাইকেলের সামনে বড় অক্ষরে ‘প্রেস’ লেখা। থানার সামনে থাকা কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে তাঁরা চলে যান। পুলিশ সদস্যরা জানান, তাঁরা আসলে সাংবাদিক নন। সাংবাদিক পরিচয়ে নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের একজনকে নারী নির্যাতনের অভিযোগে সম্প্রতি পুলিশ গ্রেপ্তার করেছে। যার খোঁজ নিতে বাকিরা এসেছিলেন।
ঠিক সন্ধ্যা নামার আগে থানায় এলেন ৭৫ বছর বয়সী আব্দুস সালাম। তিনি তাঁর বাড়ির ভাড়াটিয়াদের ফরম জমা দিতে এসেছেন। কিছুক্ষণ পর কাইয়ুম মোল্লা নামের এক গ্লাস ব্যবসায়ী থানায় আসেন টাকা নিয়ে পালিয়ে যাওয়া দোকানকর্মীর বিরুদ্ধে অভিযোগ জমা দিতে। কাইয়ুম বলেন, ‘হৃদয় নামের একটি ছেলে দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সঙ্গে আমার প্রতিষ্ঠানে কাজ করে আসছিল। কিন্তু হঠাৎ তিন লাখ টাকা নিয়ে আত্মগোপন করেছে। হৃদয়ের মোবাইল ফোন খোলা থাকলেও সে কল রিসিভ করছে না।’
সন্ধ্যার পর দক্ষিণখান থানার উপপরিদর্শক সন্দীপ কুমার এক কিশোরকে নিয়ে ডিউটি অফিসারের রুমে আসেন। আটক কিশোরের নাম হৃদয় ওরফে টিকটক হৃদয়। পুরোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মামনুর বলেন, ‘দক্ষিণখানে বিভিন্ন পোশাককারখানার বিপুল সংখ্যক কর্মজীবী নারী থাকেন। নারীর সংখ্যা বেশি, তাই অভিযোগও হয়তো একটু বেশি আসছে। তা ছাড়া, কিশোর অপরাধীদের নিয়েও থানায় তালিকা হচ্ছে।’
দক্ষিণখান থানায় স্বামী আব্দুল মজিদের বিরুদ্ধে জিডি করতে এসেছেন খানপাড়ার বাসিন্দা আসমা বেগম। তাঁর অভিযোগ, স্বামী দীর্ঘদিন ধরে খরপোশ দেন না। যোগাযোগ করলে দুর্ব্যবহার করেন। তাই স্বামীর নামে জিডি করার সিদ্ধান্ত নিয়েছেন।
দক্ষিণখান থানার ওসি মামুনুর রহমান জানালেন, তাঁর থানায় আসমার মতো নারীরাই সবচেয়ে বেশি অভিযোগ নিয়ে আসেন। বেশির ভাগই স্বামীর সংসার নানা অভিযোগ করেন।
গত ৩০ জানুয়ারি প্রায় ৭ ঘণ্টা দক্ষিণখান থানায় অবস্থান করে ওসির কথার প্রমাণও মিলল। ওই থানায় সেবা নিতে যারা এসেছিলেন; তাদের মধ্যে বেশির ভাগই নারী। পারিবারিক কলহ থেকে শুরু করে জমিজমার বিরোধ নিয়ে নানা রকম অভিযোগ তাঁদের। দায়িত্বরতরা আন্তরিকতার সঙ্গেই তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেন বলেও জানালেন বেশিরভাগ ভুক্তভোগী।
দুপুরের দিকে স্বামীকে সঙ্গে নিয়ে থানায় এলেন এক নারী। ভোটার আইডি কার্ডের রসিদ হারিয়ে জিডি করতে এসেছেন। এর কিছুক্ষণ পর শিশুসন্তানকে কোলে নিয়ে আরেক নারী এলেন কাঁদতে কাঁদতে। তাঁর অভিযোগ, বাসা ছাড়তে চাওয়ায় ওই বাড়ির কেয়ারটেকার তাকে মারধর করেছেন। এ ঘটনায় একটি জিডি করতে চান তিনি। পরে কয়েকজন পুলিশ ওই নারীকে নিয়ে ঘটনাস্থলে গেলে কেয়ারটেকার পালিয়ে যান।
দুপুর গড়িয়ে বিকেল হল। এবার থানায় এলেন এক ব্যবসায়ী। জানালেন, তাঁর কারখানায় নতুন এক কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই জিডি করবেন।
বিকেল ৪টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক থানায় আসেন। মোটরসাইকেলের সামনে বড় অক্ষরে ‘প্রেস’ লেখা। থানার সামনে থাকা কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে তাঁরা চলে যান। পুলিশ সদস্যরা জানান, তাঁরা আসলে সাংবাদিক নন। সাংবাদিক পরিচয়ে নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের একজনকে নারী নির্যাতনের অভিযোগে সম্প্রতি পুলিশ গ্রেপ্তার করেছে। যার খোঁজ নিতে বাকিরা এসেছিলেন।
ঠিক সন্ধ্যা নামার আগে থানায় এলেন ৭৫ বছর বয়সী আব্দুস সালাম। তিনি তাঁর বাড়ির ভাড়াটিয়াদের ফরম জমা দিতে এসেছেন। কিছুক্ষণ পর কাইয়ুম মোল্লা নামের এক গ্লাস ব্যবসায়ী থানায় আসেন টাকা নিয়ে পালিয়ে যাওয়া দোকানকর্মীর বিরুদ্ধে অভিযোগ জমা দিতে। কাইয়ুম বলেন, ‘হৃদয় নামের একটি ছেলে দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সঙ্গে আমার প্রতিষ্ঠানে কাজ করে আসছিল। কিন্তু হঠাৎ তিন লাখ টাকা নিয়ে আত্মগোপন করেছে। হৃদয়ের মোবাইল ফোন খোলা থাকলেও সে কল রিসিভ করছে না।’
সন্ধ্যার পর দক্ষিণখান থানার উপপরিদর্শক সন্দীপ কুমার এক কিশোরকে নিয়ে ডিউটি অফিসারের রুমে আসেন। আটক কিশোরের নাম হৃদয় ওরফে টিকটক হৃদয়। পুরোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মামনুর বলেন, ‘দক্ষিণখানে বিভিন্ন পোশাককারখানার বিপুল সংখ্যক কর্মজীবী নারী থাকেন। নারীর সংখ্যা বেশি, তাই অভিযোগও হয়তো একটু বেশি আসছে। তা ছাড়া, কিশোর অপরাধীদের নিয়েও থানায় তালিকা হচ্ছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪