Ajker Patrika

বরগুনায় তিন পক্ষেরসংঘাতে আহত ৮০

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১২: ৪৮
বরগুনায় তিন পক্ষেরসংঘাতে আহত ৮০

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক রাতে তিন চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন আওয়ামী লীগের প্রার্থী, অপর দুজন স্বতন্ত্র। গত বৃহস্পতিবার রাতের ওই সংঘর্ষে তিন পক্ষে অন্তত ৮০ জন আহত হয়েছেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিছিল নিয়ে পথসভায় যাওয়ার সময় মনসাতলী নামক স্থানে নৌকার পোস্টার ছিঁড়ে ফেলা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল ইসলাম নাসিরের সমর্থকেরা সন্ধ্যা সাতটায় লাকুরতলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী এম এ বারি বাদলের (আনারস প্রতীক) সমর্থক তোফাজ্জেল হোসেনকে মারধর করেন। এর আধা ঘণ্টা পর পরীরখাল এলাকায় থেকে নৌকা সমর্থকেরা পথসভায় যাওয়ার সময় তাঁদের ওপর হামলা করেন বাদলের সমর্থকেরা। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হন।

নৌকা আর আনারসের এই সংঘর্ষের আধা ঘণ্টা পর লাকুরতলায় অপর স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার শাহিনের (ঘোড়া প্রতীক) প্রচার গাড়িতে হামলা চালান আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকেরা। এ সময় শাহিনের দুই কর্মী-সমর্থক আহত হন।

এরপর রাত দশটার পরীরখাল বাজার থেকে পুলিশ পাহারায় কর্মীদের নিয়ে ফিরছিলেন নৌকার প্রার্থী নাজমুল। পথে স্বতন্ত্র প্রার্থী বাদলের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। তখন দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে নাজমুল ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ সেলিমসহ দুই পক্ষে ৬৫ জনের বেশি আহত হন।

নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী বাদল পরিকল্পিতভাবে নৌকা সমর্থকদের ওপর হামলা করেছেন। এতে তাঁর পক্ষের মোট ৪৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে ১২ জনকে জখম করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নাজমুল ইসলাম হামলার ঘটনায় বাবুগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলামকে অপসারণের দাবি জানান। তাঁর অভিযোগ, বাদলের হয়ে হামলায় সহযোগিতা করেছেন পুলিশ কর্মকর্তা ফরিদ।

স্বতন্ত্র প্রার্থী বাদলের অভিযোগ, প্রচারণার শুরু থেকেই নৌকার কর্মী-সমর্থকেরা বিভিন্ন স্থানে তাঁর কর্মীদের মারধর, হুমকি ও প্রচারণায় বাধা দিয়েছে আসছেন। বৃহস্পতিবারের ঘটনাও নৌকার প্রার্থীর ইন্ধনে তাঁর সমর্থকেরা ঘটিয়েছেন। এ সময় তাঁর ২০ জন সমর্থক আহত হয়েছেন।

নৌকার প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শত শত মানুষের মধ্যেও আমি নৌকার প্রার্থীকে সুরক্ষা দিয়েছি। এরপরও যদি অভিযোগ আসে, সেটা দুঃখজনক।’

তিনজন নিহতের ঘটনায় মামলা হয়নি

নরসিংদী প্রতিনিধি জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর আলোকবালী ইউনিয়নে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহতের ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত মামলা হয়নি। লাশ দাফন শেষে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মামলা করতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম জানান, নিহত তিনজনের পরিবারের পক্ষ থেকে এখনো আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে যোগাযোগ করা হলে তাঁরা আমাদের জানিয়েছেন, খুব দ্রুতই তাঁরা মামলা করতে আসবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত