Ajker Patrika

‘বঙ্গবন্ধুর ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে’

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৭
‘বঙ্গবন্ধুর ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে’

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।’ রক্তে কেনা বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো ষড়যন্ত্রকারীদের ঠাঁই হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন।’

গতকাল রোববার সকালে দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে স্মৃতিসৌধ, মানচিত্র ও শহীদ মিনার উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

পরিচালনা কমিটির সভাপতি আলহাজ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, প্রধান শিক্ষক রতন কুমার রায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

এলাকার খবর
Loading...