Ajker Patrika

কিশোরগঞ্জে আগাম ইরি বোরো চাষে ব্যস্ত কৃষক

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ২৮
কিশোরগঞ্জে আগাম ইরি বোরো চাষে ব্যস্ত কৃষক

আগাম ইরি-বোরো ধানের চারা রোপণে ব্যস্ত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকেরা। চলতি বছর ১১ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার বিভিন্ন নিচু এলাকার নদীর জলি ও ধানি বিলে পানি কমে যাওয়ায় ওই সব জমি প্রস্তুত করে চলছে বোরো ধানের চারা রোপণ।

উপজেলার বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি ময়দানপাড়া গ্রামের কৃষক জাহেদুল বলেন, ‘বর্ষার আগে ফসল ঘরে তুলতে যৌবনশিরীর নদীর পানিশূন্য তলদেশের দুই বিঘায় বোরো ধান রোপণ করছি। এ আগাম ধান চাষে রোগবালাই কম হয় এবং ফলনও ভালো হয়।’

রণচণ্ডী উত্তর বাফলা গ্রামের কৃষক অহেদুল বলেন, ‘চারা গাছ অনেকটা তৈরি হয়ে গেছে। এখন জমি প্রস্তুতের কাজ চলছে। দু-তিন দিনের মধ্যে রোপণকাজ শুরু হবে। শীতের প্রকোপ কম থাকায় বীজতলার চারাগুলো সতেজ হয়ে উঠেছে।’

স্থানীয়রা জানান, গত মৌসুমে হাইব্রিড জাতের ১২০৫, জনকরাজ, হিরা টু, নাফকো, উফশী, ব্রি-৭৪, ২৮, ২৯, ৯২, ৮৮ ধানের ফলন ও বাজারমূল্য ভালো পাওয়ায় চলতি বোরো মৌসুমে এ জাতের ধান চাষাবাদে কৃষক আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে। অন্য বছর কোল্ড ইনজুরিতে পচন লেগে বীজ চারা নষ্ট হয়ে যেত। কিন্তু এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় চারাও বেশ ভালো হয়েছে এবং সংকটের কোনো আশঙ্কা নেই।

কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, মধ্য ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময় হলো বোরো ধানের চারা রোপণের উপযুক্ত সময়। ইতিমধ্যে নিচু জমিতে ধানের চারা রোপণ শুরু হয়েছে। গত বছর ধানের ফলন ও ভালো দাম পেয়ে, চলতি বছর যথাসময়ে কৃষক পর্যায় কৃষি প্রণোদনার সার, বীজ সরবরাহ করায় বোরো ধান চাষে কৃষকেরা আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে। মাঠপর্যায় উপসহকারী কৃষি কর্মকর্তারা ধান চাষের পদ্ধতি, রোগবালাইসহ নানা বিষয়ে পরামর্শ দিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত