কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বোরো আবাদের আগে সরিষা চাষের ধুম পড়েছে। জেলার কৃষকেরা বলছেন, রোপা আমন কাটার পর, বোরো আবাদের আগে অল্প সময়ে সরিষা চাষ করে বাড়তি আয় করা যায়। তাই জেলার কৃষকেরা মধ্যে এই সময়ে সরিষা চাষে ব্যস্ত সময় করছেন। জেলা কৃষি অফিস বলছে, জেলায় ৮ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, মাঠে মাঠে সরিষার রাশি রাশি হলুদ। ফুলে ফুলে মৌমাছির উড়া উড়ি করছে। সরিষা ফুলের ঘ্রাণে ভাসছে মাঠের হাওয়া। এ যেন হলুদের সমুদ্র। অনেক দর্শনার্থী সরিষার মাঠে আসছেন সৌন্দর্য দেখতে।
করিমগঞ্জের কৃষকেরা জানান, বোরো আবাদের আগে সরিষা চাষ করে, বোরো চাষের খরচ জোগাতেই সরিষার চাষ করছেন তাঁরা।
করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া এলাকার কৃষক ছাইদুর রহমান বলেন, ‘অগ্রহায়ণের ধান ঘরে তোলে এই জমিতেই সরিষার আবাদ করেছি। সরিষা তোলার পর বোরো আবাদ করব। মাঝামাঝি অল্প সময়ে বাড়তি ফসল হিসাবে সরিষার ফলন ভালো হয়। সরিষা বিক্রি করে যে টাকা পাই তাতে বোরো আবাদের খরচ উঠে যায়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, অল্প সময়ে ও অল্প পুঁজিতে ভালোই লাভ পাওয়া যায়। এক বিঘা জমিতে সরিষা আবাদ করতে খরচ হয় দুই থেকে আড়াই হাজার টাকা। প্রতি বিঘায় ফলন হয় ৫ থেকে ৬ মণ। আর এই সরিষা বিক্রি করেই ইরি-বোরো আবাদের খরচ জোগাড় করেন অনেকে।
কিশোরগঞ্জ সদর থেকে সরিষা খেতে ঘুরতে আসা রুমন চক্রবর্তী বলেন, ‘প্রতি বছর এই মৌসুমে হলুদের এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমরা পরিবার পরিজন নিয়ে ছুটে আসি। শহরের ইট-পাথরের যান্ত্রিকতা ভুলিয়ে দেয় এই সৌন্দর্য।’
কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন,
চলতি বছর কিশোরগঞ্জে ৮ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ১৪০ মেট্রিকটন। তবে আমাদের ধারণা চলতি বছর সরিষা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
ছাইফুল আরও বলেন, ভালো দাম পাওয়ায় সরিষা আবাদে আগ্রহ বাড়ছে এ অঞ্চলের কৃষকের। আগে রোপা আমন কাটার পর এ জমিগুলো পতিত থাকত। বেশ কিছু বছর ধরে রোপা আমন কাটার পর বোরো আবাদের মাঝামাঝি সময়ে সরিষার আবাদ হচ্ছে। এতে কৃষকেরা বাড়তি ফসল পাচ্ছেন। তা ছাড়া হলুদের সমারোহ দেখতে দর্শক ছুটে আসেন।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বোরো আবাদের আগে সরিষা চাষের ধুম পড়েছে। জেলার কৃষকেরা বলছেন, রোপা আমন কাটার পর, বোরো আবাদের আগে অল্প সময়ে সরিষা চাষ করে বাড়তি আয় করা যায়। তাই জেলার কৃষকেরা মধ্যে এই সময়ে সরিষা চাষে ব্যস্ত সময় করছেন। জেলা কৃষি অফিস বলছে, জেলায় ৮ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, মাঠে মাঠে সরিষার রাশি রাশি হলুদ। ফুলে ফুলে মৌমাছির উড়া উড়ি করছে। সরিষা ফুলের ঘ্রাণে ভাসছে মাঠের হাওয়া। এ যেন হলুদের সমুদ্র। অনেক দর্শনার্থী সরিষার মাঠে আসছেন সৌন্দর্য দেখতে।
করিমগঞ্জের কৃষকেরা জানান, বোরো আবাদের আগে সরিষা চাষ করে, বোরো চাষের খরচ জোগাতেই সরিষার চাষ করছেন তাঁরা।
করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া এলাকার কৃষক ছাইদুর রহমান বলেন, ‘অগ্রহায়ণের ধান ঘরে তোলে এই জমিতেই সরিষার আবাদ করেছি। সরিষা তোলার পর বোরো আবাদ করব। মাঝামাঝি অল্প সময়ে বাড়তি ফসল হিসাবে সরিষার ফলন ভালো হয়। সরিষা বিক্রি করে যে টাকা পাই তাতে বোরো আবাদের খরচ উঠে যায়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, অল্প সময়ে ও অল্প পুঁজিতে ভালোই লাভ পাওয়া যায়। এক বিঘা জমিতে সরিষা আবাদ করতে খরচ হয় দুই থেকে আড়াই হাজার টাকা। প্রতি বিঘায় ফলন হয় ৫ থেকে ৬ মণ। আর এই সরিষা বিক্রি করেই ইরি-বোরো আবাদের খরচ জোগাড় করেন অনেকে।
কিশোরগঞ্জ সদর থেকে সরিষা খেতে ঘুরতে আসা রুমন চক্রবর্তী বলেন, ‘প্রতি বছর এই মৌসুমে হলুদের এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমরা পরিবার পরিজন নিয়ে ছুটে আসি। শহরের ইট-পাথরের যান্ত্রিকতা ভুলিয়ে দেয় এই সৌন্দর্য।’
কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন,
চলতি বছর কিশোরগঞ্জে ৮ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ১৪০ মেট্রিকটন। তবে আমাদের ধারণা চলতি বছর সরিষা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
ছাইফুল আরও বলেন, ভালো দাম পাওয়ায় সরিষা আবাদে আগ্রহ বাড়ছে এ অঞ্চলের কৃষকের। আগে রোপা আমন কাটার পর এ জমিগুলো পতিত থাকত। বেশ কিছু বছর ধরে রোপা আমন কাটার পর বোরো আবাদের মাঝামাঝি সময়ে সরিষার আবাদ হচ্ছে। এতে কৃষকেরা বাড়তি ফসল পাচ্ছেন। তা ছাড়া হলুদের সমারোহ দেখতে দর্শক ছুটে আসেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪