Ajker Patrika

সদরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

যশোর প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৫: ১২
সদরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসব ঘটনায় দুজন আহত হয়েছেন। মারা গেছে একটি গরু। গতকাল বুধবার যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল ও চুড়ামনকাটি এলাকায় পৃথক ঘটনা দুটি ঘটে। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন মেহেরপুরের শালিকা গ্রামের জব্বার হোসেন ও শহিদুল ইসলাম।

এ ছাড়া আহত হয়েছেন আনোয়ার হোসেন ও আফসার আলী এবং যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের আফজাল শেখের ছেলে শহিদুল ইসলাম।

তাঁদের মধ্যে নিহত জব্বার হোসেন আলমসাধু চালক এবং শহিদুল ইসলাম সাইকেল আরোহী ছিলেন। আহতরা গরুর ব্যাপারী।

আহত আনোয়ার হোসেন বলেন, ‘আমরা নিউমার্কেট এলাকা থেকে গরু কিনে আলমসাধুতে তুলি। পরে ওই আলমসাধু নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে সকাল ১০টার দিকে রওনা দিয়েছিলাম। পথিমধ্যে সাড়ে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয় আলমসাধুটি। এতে ঘটনাস্থলেই জব্বার হোসেন মারা যান। এ সময় একটি গরুরও মৃত্যু হয়।’

যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, ‘আহত দুজনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে আফসার আলীর অবস্থা আশঙ্কাজনক।’

এ দিকে বুধবার বেলা ১১টার দিকে চুড়ামনকাটিতে ট্রাকের ধাক্কায় নিহত হন বাইসাইকেল আরোহী শহিদুল ইসলাম। তাঁর ছেলে সালাহউদ্দিন বলেন, ‘আমার বাবা বাজার থেকে ডিজেল কিনে বাড়ি ফিরছিলেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছে। তবে হাইওয়ে পুলিশ বাসটিকে জব্দ করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত