Ajker Patrika

গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণা

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ৩৪
গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণা

গৌরনদীতে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করায় জনতার হাতে আটক হয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামে। আটককৃত যুবকের নাম সোহেল (৪৫)। তিনি ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের জুইপুর গ্রামের বাসিন্দা। প্রতারক সোহেল পাঁচ মাস আগে শাহাজিরা গ্রামের আনোয়ার ফকিরের মেয়ে লিপিকে বিয়ে করে শ্বশুর বাড়িতে থেকে বরিশালের বিভিন্ন জায়গায় গোয়েন্দা পুলিশ সদস্য পরিচয় দিয়ে ছিনতাই করতেন।

পুলিশ সূত্র জানান, ১০-১২ দিন আগে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরফতেপুর গ্রামের আলি আহম্মদকে বাড়ির কাছের রাস্তায় পেয়ে প্রতারক সোহেল গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে তার পকেটে গাঁজা ঢুকিয়ে দিয়ে চাঁদা দাবি করেন। আলি আহম্মদ নিরুপায় হয়ে ৩ হাজার ১০০ টাকা সোহেলকে দিয়ে ছাড়া পান। পরে আলি আহম্মদ সোহেলের পরিচয় জানতে পারেন।

গতকাল সকালে সোহেলের শ্বশুর বাড়িতে যান আলি আহম্মদ। সেখানে গ্রামের লোকজনকে প্রতারণা করে তাঁর কাছ থেকে টাকা নেওয়ার কথা জানান। তাঁরা গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেনকে জানালে সরিকল তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোরকান অন্য পুলিশ সদস্যদের নিয়ে সোহেলকে গ্রেপ্তার করেন। ফোরকান বলেন, সোহেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত