রাহুল শর্মা, ঢাকা
সুপারিশবঞ্চিত এক প্রার্থীর মামলার কারণে আটকে গেছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ৩২ হাজার শিক্ষকের নিয়োগ। মামলা নিষ্পত্তি না হওয়ায় নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে পারছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করে গত ১২ মার্চ চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়েছিল।
এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান গতকাল সোমবার বলেন, মামলাসংক্রান্ত জটিলতার কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা যাচ্ছে না। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটরের মতামত চাওয়া হয়েছে। তাঁরা দ্রুত এই সমস্যার সমাধান করে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করার চেষ্টা করছেন।
এনটিআরসিএ সূত্র জানায়, চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলে ৩২ হাজার ৪৩৮ প্রার্থীকে নির্বাচন করা হয়। পুলিশ ভেরিফিকেশন চলা অবস্থায় চূড়ান্ত নিয়োগের সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়ার পরিকল্পনা ছিল এনটিআরসিএর। এর আগে তৃতীয় গণনিয়োগ বিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন চলা অবস্থায় চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হয়েছিল।
পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রায় ২৮ হাজার প্রার্থীর ভিআর ফরম সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে কিছু ভিআর ফরম শিক্ষা মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। ভুল থাকায় ৯৩০ প্রার্থীর ভিআর ফরম ফেরত পাঠানো হয়েছে। বাকিগুলো যাচাই-বাছাই চলছে। কিন্তু মামলাসংক্রান্ত জটিলতায় নিয়োগ কার্যক্রম আটকে গেছে।
এনটিআরসিএর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মামলার বিষয়টি সুরাহার পাশাপাশি চতুর্থ গণবিজ্ঞপ্তির অন্যান্য কার্যক্রম চলছে, যাতে মামলাসংক্রান্ত জটিলতা নিরসন হলে দ্রুত নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা সম্ভব হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য গত বছরের ২১ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এগুলোর মধ্যে স্কুল ও কলেজে ৩১ হাজার ৫০৮টি এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানের ৩৬ হাজার ৮৮২টি শিক্ষকের পদ শূন্য ছিল। সব কটি পদই এমপিওভুক্ত।
বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনের পদ্ধতি সহজ করার পাশাপাশি একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছেন। এ ছাড়া পছন্দের ৪০ প্রতিষ্ঠানে সুযোগ না পেলে মেধার ভিত্তিতে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেলে যোগ দেবেন কি না, তা বাছাইয়েরও সুযোগ দেওয়া হয়।
এর আগে ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদ পূরণে ২০২১ সালের ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর ফল প্রকাশিত হয় গত বছরের ১৫ জুলাই। সেখান থেকে ৩৪ হাজার ৭৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়।
সুপারিশবঞ্চিত এক প্রার্থীর মামলার কারণে আটকে গেছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ৩২ হাজার শিক্ষকের নিয়োগ। মামলা নিষ্পত্তি না হওয়ায় নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে পারছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করে গত ১২ মার্চ চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়েছিল।
এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান গতকাল সোমবার বলেন, মামলাসংক্রান্ত জটিলতার কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা যাচ্ছে না। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটরের মতামত চাওয়া হয়েছে। তাঁরা দ্রুত এই সমস্যার সমাধান করে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করার চেষ্টা করছেন।
এনটিআরসিএ সূত্র জানায়, চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলে ৩২ হাজার ৪৩৮ প্রার্থীকে নির্বাচন করা হয়। পুলিশ ভেরিফিকেশন চলা অবস্থায় চূড়ান্ত নিয়োগের সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়ার পরিকল্পনা ছিল এনটিআরসিএর। এর আগে তৃতীয় গণনিয়োগ বিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন চলা অবস্থায় চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হয়েছিল।
পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রায় ২৮ হাজার প্রার্থীর ভিআর ফরম সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে কিছু ভিআর ফরম শিক্ষা মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। ভুল থাকায় ৯৩০ প্রার্থীর ভিআর ফরম ফেরত পাঠানো হয়েছে। বাকিগুলো যাচাই-বাছাই চলছে। কিন্তু মামলাসংক্রান্ত জটিলতায় নিয়োগ কার্যক্রম আটকে গেছে।
এনটিআরসিএর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মামলার বিষয়টি সুরাহার পাশাপাশি চতুর্থ গণবিজ্ঞপ্তির অন্যান্য কার্যক্রম চলছে, যাতে মামলাসংক্রান্ত জটিলতা নিরসন হলে দ্রুত নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা সম্ভব হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য গত বছরের ২১ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এগুলোর মধ্যে স্কুল ও কলেজে ৩১ হাজার ৫০৮টি এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানের ৩৬ হাজার ৮৮২টি শিক্ষকের পদ শূন্য ছিল। সব কটি পদই এমপিওভুক্ত।
বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনের পদ্ধতি সহজ করার পাশাপাশি একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছেন। এ ছাড়া পছন্দের ৪০ প্রতিষ্ঠানে সুযোগ না পেলে মেধার ভিত্তিতে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেলে যোগ দেবেন কি না, তা বাছাইয়েরও সুযোগ দেওয়া হয়।
এর আগে ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদ পূরণে ২০২১ সালের ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর ফল প্রকাশিত হয় গত বছরের ১৫ জুলাই। সেখান থেকে ৩৪ হাজার ৭৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪