Ajker Patrika

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ০৮
ইউএস-বাংলার বহরে যুক্ত হলো আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০

বাংলাদেশের এভিয়েশনের ইতিহাসে প্রথমবারের মতো ৩০ মিনিটের ব্যবধানে দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বিমানবহরে যুক্ত করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এর মধ্য দিয়ে বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনসের এয়ারক্রাফটের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬টি, যা দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থার মধ্যে সর্বোচ্চ।

গতকাল ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত শুক্রবার রাত ১১টায় ৫ম ও রাত সাড়ে ১১টায় ৬ষ্ঠ বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দুটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফট দুটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক ক্যাপ্টেন লুৎফর রহমান।

জর্ডানের আম্মান থেকে সরাসরি নতুন সংযোজিত এয়ারক্রাফট দুটি আনা হয়েছে। এয়ারক্রাফট দুটিতে ১৮৯টি করে ইকোনমি ক্লাসের আসন রয়েছে।

‘ফ্লাই সেফ-ফ্লাই ফাস্ট’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী বছরের জুনে এয়ারবাস ৩৩০-২০০/৩০০ এয়ারক্রাফটও যুক্ত করবে বিমানবহরে।

বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দুটি আনুষ্ঠানিকভাবে গ্রহণের সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত