Ajker Patrika

অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৩২
অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালীতে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য শর্তহীন অর্ধেক ভাড়াসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাইজদী টাউন হল মোড়ে এ বিক্ষোভ হয়। এ কর্মসূচিতে জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় সড়কে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, জড়িতদের বিচার দাবি ও নিরাপদ সড়ক বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে কলেজ শিক্ষার্থী সুমন চন্দ্র দাসের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন শিক্ষার্থী আহমদ রিয়াদ, কানিজ ফাতেমা, প্রমা, কামরুল হাসান শাকিল, মুনা, ফারদিন আহমেদ শিপন, মুনতাহা প্রীতি ও দীপন মজুমদারসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, গত কয়েক বছরে বিভিন্ন সড়কে বাসচাপায় অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সম্প্রতি অর্ধেক ভাড়া দেওয়ার কথা বলায় এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে চালকের সহযোগী তাঁকে ধর্ষণের হুমকি দেন। এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গে সড়কে ঘটে যাওয়া সব ঘটনার বিচারের দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু

‘আমি স্কুলে যেতে চাই না’, আত্মহত্যার আগে বলেছিল ৯ বছরের আমাইরা

বিএনপি আলোচনায় বসতে রাজি নয়, জানালেন জামায়াত নেতা

সৌদি আরব থেকে মিসরের পথে সারজিস আলম

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ