Ajker Patrika

শেষ হলো আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৯: ১৪
Thumbnail image

সিলেটে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দুদিনব্যাপী মুজিব বর্ষ আন্তকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর রিকাবীবাজারে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হয়।

মদন মোহন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক সর্ব্বানী অর্জুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক আব্দুল মালিক সরকার বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও খেলাধুলার বিকল্প নেই। এগুলো মেধা ও মননের বিকাশে ভূমিকা রাখে। একইভাবে আমাদের শেকড়ের চর্চাকে শাণিত করে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সংস্কৃতি ও ক্রীড়া চর্চা করতে হবে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট আঞ্চলিক অফিসের পরিচালক ড. গোলাম রব্বানী ও উপপরিচালক আব্দুল খালিক।

উপস্থিতি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আসমা-উল-হোসনা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক হোসনে আরা কামালী, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক আদিবা খানম, অর্থনীতি বিভাগের প্রভাষক ধ্রুবরাজ চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত