Ajker Patrika

পঁয়ত্রিশোর্ধ্ব শিক্ষকদের আবেদন খারিজ, হতাশা

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১০: ৪৫
পঁয়ত্রিশোর্ধ্ব শিক্ষকদের আবেদন খারিজ, হতাশা

পঁয়ত্রিশোর্ধ্ব স্কুল ও মাদ্রাসাশিক্ষকদের এমপিওভুক্তির আবেদন খারিজ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়গুলো। এ ঘটনায় সাতক্ষীরার শিক্ষককের অনেকে হতাশা প্রকাশ করেছেন। তবে শিগগিরই এসব শিক্ষককে এমপিওভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি যাবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাওজিয়া জাফরিন।

সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. মোমিনুর রহমান বলেন, তিনি গত মাসে এমপিওভুক্তির আবেদন করেন। গত শনিবার রাতে তাঁর আবেদন খারিজ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়। এ ঘটনায় তিনি হতাশ হয়ে পড়েছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এ এস এম আবদুল খালেক বলেন, ‘পঁয়ত্রিশোর্ধ্ব শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন অনুমোদন করার কোনো নির্দেশনা আমাদের কাছে এখনো আসেনি। এ কারণে তাঁদের এমপিওভুক্তির আবেদন খারিজ করে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।’

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয় ৩৫ বছর। এরপর বয়সসীমা শিথিলের জন্য হাইকোর্টে রিট পিটিশন করেন সংক্ষুব্ধ প্রার্থী ঝালকাঠির মো. আবুল আসাদ।

এ পিটিশনে হাইকোর্টের রায়ে শিক্ষা মন্ত্রণালয় হেরে যায়। বিষয়টি তখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। আপিল বিভাগের ২০২০ সালের ১১ অক্টোবর আদেশে হাইকোর্টের রায় বহাল রাখা হয়।

শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা শিথিল রাখার নির্দেশনা দেন আপিল বিভাগ। পঁয়ত্রিশোর্ধ্ব শিক্ষকদের আবেদন করার সুযোগ এবং তাঁদের এমপিওভুক্তির নির্দেশ দেওয়া হয় এই রায়ে। ২০২১ সালের ৩০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ।

এতে ২০১৮ সালের ১২ জুনের আগে যাঁরা নিবন্ধন সনদ অর্জন করেছেন, তাঁরা পঁয়ত্রিশোর্ধ্ব হলে শিক্ষক পদে আবেদনের সুপারিশ করে।

এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, হাইকোর্টের রায়ের প্রতি সম্মান জানিয়ে সব অধিদপ্তরের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত মতে জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়ে জানিয়ে দেবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাওজিয়া জাফরিন জানান, পঁয়ত্রিশোর্ধ্ব শিক্ষকদের এমপিওভুক্তির সিদ্ধান্তমূলক চিঠি শিগগিরই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে যাবে। এরপর তাঁদের আবেদন বিবেচনা করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মিলে বৈঠক হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি

রেফারি হয়েও গোল দিল জাতীয় ঐকমত্য কমিশন, অভিযোগ সালাহউদ্দিনের

১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

মোদি আকর্ষণীয়, পিতার মতো, কিন্তু খুব কঠিন: ট্রাম্প

জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদ্রাসাশিক্ষক আহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ