Ajker Patrika

সারের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১১: ২১
সারের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

দেশে পর্যাপ্ত পরিমাণে সার মজুত রয়েছে। এরপরেও কিছু ডিলারের কারণে কৃষকদের বাড়তি দামে সার কিনতে হচ্ছিল। সারের দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী ১৫ দিন সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে সরকার।

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক গতকাল মঙ্গলবার সচিবালয়ে শিল্প মন্ত্রণালয় এবং সার ডিলারদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, দেশের পর্যাপ্ত সার মজুত আছে। এরপরেও একশ্রেণির অসাধু ডিলারের যোগসাজশের কারণে কৃষকদের বেশি দামে সার কিনতে হচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৫ দিন মোবাইল কোর্ট পরিচালনা করব।

কৃত্রিম সংকট সৃষ্টি করে যেসব ডিলার বাড়তি দামে সার বিক্রি করছে, ডিলারশিপ বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজ্জাক। তিনি বলেন, ‘মাঠপর্যায়ে কেউ বাড়তি দামে সার বিক্রি করছে কি না তা নজরদারি করা হবে।’ সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত