Ajker Patrika

হাল দৌড় দেখতে ভিড় হাজারো মানুষের

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১১: ৩৩
হাল দৌড় দেখতে ভিড় হাজারো মানুষের

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের আলমদী বাজারের পশ্চিম পাশের একটি পতিত জমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলমদী মানবকল্যাণ সংস্থা এ হাল দৌড়ের আয়োজন করে।

হাল দৌড় দেখতে দুপুর থেকেই উৎসুক দর্শক মাঠের চারপাশে উপস্থিত হন। দূর-দূরান্ত থেকে ছুটে এসে হাল দৌড় উপভোগ করেছেন দর্শকেরা।

প্রতিযোগিতায় আটটি গরুর হাল অংশ নেয়। এর মধ্যে দ্রুততম সময়ে নির্ধারিত জায়গায় হাল নিয়ে পৌঁছে প্রথম স্থান অর্জন করে হোসেন্দী আতকাপাড়া গ্রামের মেনু মিয়ার হাল। দ্বিতীয় স্থান লাভ করে তালদর্শী গ্রামের আবদুল কাদিরের হাল এবং তৃতীয় হয় কন্দরপদী গ্রামের রফিক মিয়ার হাল। প্রথম স্থান অর্জনকারীকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, দ্বিতীয় স্থান অর্জনকারীকে বাইসাইকেল এবং তৃতীয় স্থান অর্জনকারীকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়।

মতিউল ইসলাম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরুদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল আকন্দ, নওগাঁ জেলা পরিষদের হিসাবরক্ষক গোলাম মোস্তফা, ইউপি সদস্য আবদুল হালিম আশরাফী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত