সৌগত বসু, ঢাকা
খুলনা-মোংলা রেলপথের উদ্বোধন হয়েছে ছয় মাস আগে। এখনো রেলপথটি দিয়ে শুরু হয়নি ট্রেন চলাচল। তবে চলতি মাসে এই পথে ট্রেন চালুর সম্ভাবনা আছে বলে রেলওয়ে পশ্চিমাঞ্চল সূত্রে জানা গেছে।
কবে ট্রেন চলবে জানতে চাইলে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, এখনো তারিখ নির্ধারিত হয়নি। তবে চলতি মাস থেকেই চালু করার সম্ভাবনা রয়েছে। রেলপথ চালুর জন্য প্রয়োজনীয় স্টেশনমাস্টার ও অন্যান্য কর্মীর কেউ এখনো স্থায়ী হননি। বিভিন্নভাবে তাঁদের জোগাড় করা হচ্ছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় পণ্য পরিবহনে গতিশীলতা বাড়াতে এবং প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটানের পণ্য পরিবহনের জন্য সরকার খুলনা-মোংলা রেল সংযোগ প্রকল্প হাতে নেয়। ভারতের ঋণে বাস্তবায়িত হওয়া এই রেলপথ গত বছরের ১ নভেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কারিগরি জটিলতায় ও টেলিকমিউনিকেশনের কাজ সম্পন্ন না হওয়ায় উদ্বোধনের ৬ মাস পরও ট্রেন চলাচল শুরু করা যায়নি। তবে রেললাইন এখন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন খুলনা-মোংলা রেলপথ প্রকল্পের পরিচালক মো. আরিফুজ্জামান। তিনি বলেন, কবে রেল চলাচল করবে, এটা প্রকল্পসংশ্লিষ্টরা বলতে পারবে না। প্রকল্পসংশ্লিষ্টদের কাজ ছিল লাইন প্রস্তুত করে দেওয়া। সেটি এখন প্রস্তুত, যেকোনো সময় ট্রেন চলতে পারে।
গত রোববার রেলসচিব ড. মো. হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, এই লাইনে কারিগরি তেমন কোনো সমস্যা ছিল না। এটা হস্তান্তরের একটি বিষয় থাকে। মে মাস থেকে রেল চলাচল শুরু করা যাবে।
এদিকে রেলপথটি পরিচালনার জন্য স্থায়ী জনবল নিয়োগের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে আছে বলে রেলওয়ের একটি সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়, অস্থায়ী জনবল দিয়ে ট্রেন চলাচল শুরুর জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের (পাকশী) বিভাগীয় কর্মকর্তাদের কাছে সবকিছু বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। এই পথে আটটি স্টেশন ও লাইন ক্লিয়ারিংয়ের জন্য ৫৭৬ জন জনবলের অর্গানোগ্রাম তৈরি করা হয়েছে। সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।
জনবল নিয়ে প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান বলেন, এই রেলপথ পরিচালনা করার জন্য যে জনবল দরকার, সেটি এখনো অনুমোদন হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছিল; সেটি বিভিন্নভাবেই এখনো প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ৬৪ কিলোমিটার দীর্ঘ খুলনা-মোংলা রেললাইনের নির্মাণকাজ তিন বছরে শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ১৩ বছর সময় নিয়েছে। ভারত সরকারের ঋণসহায়তা চুক্তির আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে ভারতীয় প্রতিষ্ঠান লার্সেন অ্যান্ড টুব্রো। ট্র্যাক সংযোগ করেছে আরেক ভারতীয় প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনাল।
এর আগে ২০১০ সালের ২১ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায় খুলনা-মোংলা রেলপথ প্রকল্প। প্রকল্পের আওতায় মূল লাইনসহ রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য ৮৬ দশমিক ৮৭ কিলোমিটার। তার মধ্যে ৬৪ দশমিক ৭৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ। আর রূপসা নদীর ওপর নির্মাণ করা হয়েছে ৫ দশমিক ১৩ কিলোমিটার রেলসেতু। জমি অধিগ্রহণ, রেললাইন, রেলসেতু নির্মাণসহ প্রকল্পের প্রথমবার ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৭২১ কোটি টাকা। পরবর্তী সময়ে ২০১৫ সালে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৮০১ কোটি ৬১ লাখ টাকা। আর ২০২১ সালে তৃতীয় দফায় আবার বাড়ে প্রকল্পের সময় ও ব্যয়। তখন প্রাথমিক ব্যয়ের তিন গুণ বেড়ে প্রকল্প ব্যয় দাঁড়ায় ৪ হাজার ২৬০ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকা। কিন্তু তৃতীয় দফায়ও শেষ না হলে চতুর্থ ও শেষবারের মতো ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও সংশোধন করে সেটা ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ধরা হয়। যদিও এ সময়ের মধ্যেও শেষ করতে পারেনি প্রকল্পের সার্বিক কাজ।
খুলনা-মোংলা রেলপথের উদ্বোধন হয়েছে ছয় মাস আগে। এখনো রেলপথটি দিয়ে শুরু হয়নি ট্রেন চলাচল। তবে চলতি মাসে এই পথে ট্রেন চালুর সম্ভাবনা আছে বলে রেলওয়ে পশ্চিমাঞ্চল সূত্রে জানা গেছে।
কবে ট্রেন চলবে জানতে চাইলে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, এখনো তারিখ নির্ধারিত হয়নি। তবে চলতি মাস থেকেই চালু করার সম্ভাবনা রয়েছে। রেলপথ চালুর জন্য প্রয়োজনীয় স্টেশনমাস্টার ও অন্যান্য কর্মীর কেউ এখনো স্থায়ী হননি। বিভিন্নভাবে তাঁদের জোগাড় করা হচ্ছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় পণ্য পরিবহনে গতিশীলতা বাড়াতে এবং প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটানের পণ্য পরিবহনের জন্য সরকার খুলনা-মোংলা রেল সংযোগ প্রকল্প হাতে নেয়। ভারতের ঋণে বাস্তবায়িত হওয়া এই রেলপথ গত বছরের ১ নভেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কারিগরি জটিলতায় ও টেলিকমিউনিকেশনের কাজ সম্পন্ন না হওয়ায় উদ্বোধনের ৬ মাস পরও ট্রেন চলাচল শুরু করা যায়নি। তবে রেললাইন এখন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন খুলনা-মোংলা রেলপথ প্রকল্পের পরিচালক মো. আরিফুজ্জামান। তিনি বলেন, কবে রেল চলাচল করবে, এটা প্রকল্পসংশ্লিষ্টরা বলতে পারবে না। প্রকল্পসংশ্লিষ্টদের কাজ ছিল লাইন প্রস্তুত করে দেওয়া। সেটি এখন প্রস্তুত, যেকোনো সময় ট্রেন চলতে পারে।
গত রোববার রেলসচিব ড. মো. হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, এই লাইনে কারিগরি তেমন কোনো সমস্যা ছিল না। এটা হস্তান্তরের একটি বিষয় থাকে। মে মাস থেকে রেল চলাচল শুরু করা যাবে।
এদিকে রেলপথটি পরিচালনার জন্য স্থায়ী জনবল নিয়োগের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে আছে বলে রেলওয়ের একটি সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়, অস্থায়ী জনবল দিয়ে ট্রেন চলাচল শুরুর জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের (পাকশী) বিভাগীয় কর্মকর্তাদের কাছে সবকিছু বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। এই পথে আটটি স্টেশন ও লাইন ক্লিয়ারিংয়ের জন্য ৫৭৬ জন জনবলের অর্গানোগ্রাম তৈরি করা হয়েছে। সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।
জনবল নিয়ে প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান বলেন, এই রেলপথ পরিচালনা করার জন্য যে জনবল দরকার, সেটি এখনো অনুমোদন হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছিল; সেটি বিভিন্নভাবেই এখনো প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ৬৪ কিলোমিটার দীর্ঘ খুলনা-মোংলা রেললাইনের নির্মাণকাজ তিন বছরে শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ১৩ বছর সময় নিয়েছে। ভারত সরকারের ঋণসহায়তা চুক্তির আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে ভারতীয় প্রতিষ্ঠান লার্সেন অ্যান্ড টুব্রো। ট্র্যাক সংযোগ করেছে আরেক ভারতীয় প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনাল।
এর আগে ২০১০ সালের ২১ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায় খুলনা-মোংলা রেলপথ প্রকল্প। প্রকল্পের আওতায় মূল লাইনসহ রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য ৮৬ দশমিক ৮৭ কিলোমিটার। তার মধ্যে ৬৪ দশমিক ৭৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ। আর রূপসা নদীর ওপর নির্মাণ করা হয়েছে ৫ দশমিক ১৩ কিলোমিটার রেলসেতু। জমি অধিগ্রহণ, রেললাইন, রেলসেতু নির্মাণসহ প্রকল্পের প্রথমবার ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৭২১ কোটি টাকা। পরবর্তী সময়ে ২০১৫ সালে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৮০১ কোটি ৬১ লাখ টাকা। আর ২০২১ সালে তৃতীয় দফায় আবার বাড়ে প্রকল্পের সময় ও ব্যয়। তখন প্রাথমিক ব্যয়ের তিন গুণ বেড়ে প্রকল্প ব্যয় দাঁড়ায় ৪ হাজার ২৬০ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকা। কিন্তু তৃতীয় দফায়ও শেষ না হলে চতুর্থ ও শেষবারের মতো ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও সংশোধন করে সেটা ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ধরা হয়। যদিও এ সময়ের মধ্যেও শেষ করতে পারেনি প্রকল্পের সার্বিক কাজ।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪