Ajker Patrika

গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগে দুজন গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬: ০৫
গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগে দুজন গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞায় পারিবারিক কলহের জেরে বড় জাকে গরম পানি ছুড়ে ঝলসে দেওয়ার অভিযোগে ছোট জা ও দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের উত্তর চণ্ডীপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত গৃহবধূ রাবেয়া আক্তার মুন্নি (৩৫) দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় মুন্নির স্বামী শহীদ উল্যাহ শনিবার রাতে বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করেন। রাতেই পুলিশ আহসান উল্যাহ খোকন ও তাঁর স্ত্রী রোকসানা আক্তার সুইটিকে গ্রেপ্তার করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে রাবেয়া আক্তার মুন্নি রান্নাঘরে গেলে তাঁকে গালমন্দ করা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ছোট ভাইয়ের স্ত্রী রোকসানা আক্তার সুইটি চুলায় থাকা পাতিলের গরম পানি তাঁর গায়ে ছুড়ে মারেন। এতে রাবেয়ার শরীর ঝলসে যায়। এ সময় রাবেয়ার চিৎকার শুনে লোকজন ছুটে এসে তাঁকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবাইয়াত বিন করিম জানান, গরম পানিতে ওই নারীর শরীর ঝলসে গেছে। তাঁর চিকিৎসা চলছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মদ আজকের পত্রিকাকে জানান, পারিবারিক ঝগড়ার জেরে এক নারীকে গরম পানি ছুড়ে ঝলসে দেওয়ার অভিযোগে মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (গতকাল) তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত