Ajker Patrika

পিআইওর দপ্তরে দুদকের অভিযান

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ২০: ২১
Thumbnail image

মনিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ বায়েজিদের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল রোববার দুপুরে দুদকের যশোর দপ্তরের সহকারী পরিচালক মোশারেফ হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল পিআইওর দপ্তরে ঘণ্টাব্যাপী এ অভিযান চালান। স্থানীয় এক সাংবাদিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

পিআইও দপ্তর থেকে তথ্য না পেয়ে গত ৭ মার্চ দুদকের মহাপরিচালক (এনফোর্সমেন্ট) বরাবর অভিযোগ করেন জাতীয় একটি দৈনিকের মনিরামপুরের প্রতিনিধি মজনুর রহমান। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে আসে দুদক।

মজনুর রহমান বলেন, ‘২০২০-২১ অর্থ বছরে মনিরামপুরে টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের নিয়মিত বরাদ্দ বাদে দুটি বরাদ্দ আসে। সরেজমিন প্রকল্প ঘুরে প্রতিবেদন করার জন্য গত বছরের ১৯ সেপ্টেম্বর পিআইওর কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করি। দপ্তরে সহকারী না থাকার অজুহাতে তথ্য দিতে অপারগতা প্রকাশ করে পরের মাসের ১২ তারিখ চিঠি দেন পিআইও। এরপর তাঁর দপ্তরে সহকারী যোগদানের খবর পেয়ে একই তথ্য চেয়ে ১৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসানের বরাবর আবেদন করি। একপরও সাড়া না মেলায় আবার তথ্য চেয়ে চলতি বছরের ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর আবেদন করি। সেখানে ব্যর্থ হয়ে দুদকের মহাপরিচালক (এনফোর্সমেন্ট) বরাবর আবেদন করি।’

দুদকের তদন্তের বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ বায়েজিদের মোবাইল নম্বরে কল করে বন্ধ পাওয়া গেছে। তবে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর দপ্তরের উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ার।

দুদকের যশোর দপ্তরের সহকারী পরিচালক মোশারেফ হোসেন বলেন, ‘সাংবাদিক মজনুর রহমানের অভিযোগসহ অন্য অভিযোগ নিয়ে রোববার মনিরামপুরে পিআইওর দপ্তরে অভিযান চালানো হয়েছে। আমি একটি প্রকল্প সরেজমিন দেখেছি এবং নানা তথ্য সংগ্রহ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত