Ajker Patrika

মুজিব কলেজ ছাত্রলীগ সভাপতি রাজুর মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১২: ৫১
মুজিব কলেজ ছাত্রলীগ সভাপতি রাজুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নূর এ মওলা রাজু মারা গেছেন। গত শনিবার বিকেলে কিডনি ডায়ালাইসিস করার সময় স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন বলে রাজুর চিকিৎসক নিশ্চিত করেছেন। তাঁর দুটি কিডিনিই অকেজো হয়ে গিয়েছিল।

কিডনি রোগে আক্রান্ত হয়ে নূর এ মওলা রাজু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ছিলেন স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন ‘উই ফর ইউ’র অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি।

গতকাল রোববার সকালে উপজেলার চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাজুর লাশ দাফন করা হয়।

গত বছরের ২৩ সেপ্টেম্বর ‘রাজু মৃত্যুশয্যায়, সহায়তা কামনা’ শিরোনামে আজকের পত্রিকায় সাংবাদ প্রকাশিত হয়।

রাজুর মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ফয়সাল গভীর শোক প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত