Ajker Patrika

জিয়ার মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ৩১ মে ২০২২, ১২: ০৩
জিয়ার মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া ও আলোচনা সভা করা হয়।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

উলিপুর: কুড়িগ্রামের উলিপুরে গতকাল সকালে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল প্রমুখ।

চিলমারী: গতকাল সকাল ১১টায় কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির উদ্যোগে উপজেলা মোড়স্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপি জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক আবু হানিফা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুল হক প্রমুখ।

রৌমারী: কুড়িগ্রামের রৌমারীতে গতকাল সকালে উপজেলা বিএনপির আয়োজনে রৌমারী কলেজপাড়ায় অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আবুল হাসেম, রৌমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন প্রমুখ।

বোদা: পঞ্চগড়ের বোদায় গতকাল বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা হয়। বোদা পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ তারার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ, আক্তার হোসেন হাসান, লাইলি বেগম, আসাদুল্লাহ আসাদ ও দিলরেজা আফরোজ চিন্ময় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত