বদরগঞ্জ প্রতিনিধি
বদরগঞ্জ পৌরশহরের পকিহানা এলাকায় শিকলে বেঁধে রাখা দুই ভাই সুমন (১০) ও সিমন (৮) মুক্ত হয়েছে। তারা এখন অন্য শিশুদের সঙ্গে খেলছে।
উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে দরিদ্র পরিবারটিকে শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে। এ ছাড়া ওই পরিবারের পাশে দাঁড়ানোসহ আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন অনেকে।
গতকাল মঙ্গলবার আজকের পত্রিকায় ‘চুরির অপবাদ এড়াতে পায়ে শিকল শিশুদের’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি দেখে তাদের বাড়িতে যান অনেকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায় ওই পরিবারের সব সদস্যকে নতুন পোশাক দিয়েছেন।
শিশু দুটি পকিহানা এলাকার আমির হোসেনের ছেলে। তাঁদের মা স্ত্রী শেফালী বেগম বলেন, ‘অভাবের কারণে খেতে না পেরে মানুষের বাড়িতে যেত দুই ছেলে। এ কারণে মানুষের অনেক কথা শুনতে হতো। তাই খুঁটির সঙ্গে শিকল দিয়ে তাদের বেঁধে রাখি। পেপারে সংবাদ হওয়ার পর সকাল থেকে অনেকে বাড়িতে খাবার নিয়ে এসেছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ দিয়েছেন নতুন জামা কাপড়। আপাতত আর অভাব নাই। পেপারে হামার কষ্ট নিয়ে লেখায় মানুষ বাড়িতে আসছেন, খোঁজখবর নিচ্ছেন।’
প্রতিবেশী শরিফা খাতুন জানান, রেল বস্তিতে একটি টিন দিয়ে ঘেরা ঝুপড়ি ঘরে থাকে ওই পরিবার। অভাবের কারণে বাচ্চারা বিভিন্নজনের বাড়িতে যেত। এ নিয়ে মা-বাবাকে অনেক কথা শুনতে হতো। মানুষের কথা সহ্য করতে না পেরে তাঁরা দুই সন্তানকে শিকল দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছিলেন। এ নিয়ে সাংবাদিক ছবি তুলে নিয়ে যাওয়ার পর দুজনকে শিকলমুক্ত করা হয়। এখন তারা খেলছে।
পত্রিকায় সংবাদ প্রকাশের পর গতকাল ওই বাড়িতে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওমর ফারুক, পিআইও বাবুল চন্দ্র রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী আব্দুল মাজেদসহ অনেকে। তাঁরা ওই পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেন।
ইউএনও আবু সাঈদ বলেন, ‘বিষয়টি জেনে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিয়ে ওই বাড়িতে যাই। যাওয়ার আগেই শিশুদের পায়ের শিকল খুলে দেওয়া হয়। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে শিশুদের মা অঙ্গীকার করেছেন। আমরা প্রাথমিকভাবে চাল, ডাল, তেলসহ ৩৫ কেজির শুকনো খাবার এবং নগদ অর্থ দিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারটি আরও সহযোগিতা করা হবে।’
বদরগঞ্জ পৌরশহরের পকিহানা এলাকায় শিকলে বেঁধে রাখা দুই ভাই সুমন (১০) ও সিমন (৮) মুক্ত হয়েছে। তারা এখন অন্য শিশুদের সঙ্গে খেলছে।
উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে দরিদ্র পরিবারটিকে শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে। এ ছাড়া ওই পরিবারের পাশে দাঁড়ানোসহ আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন অনেকে।
গতকাল মঙ্গলবার আজকের পত্রিকায় ‘চুরির অপবাদ এড়াতে পায়ে শিকল শিশুদের’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি দেখে তাদের বাড়িতে যান অনেকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায় ওই পরিবারের সব সদস্যকে নতুন পোশাক দিয়েছেন।
শিশু দুটি পকিহানা এলাকার আমির হোসেনের ছেলে। তাঁদের মা স্ত্রী শেফালী বেগম বলেন, ‘অভাবের কারণে খেতে না পেরে মানুষের বাড়িতে যেত দুই ছেলে। এ কারণে মানুষের অনেক কথা শুনতে হতো। তাই খুঁটির সঙ্গে শিকল দিয়ে তাদের বেঁধে রাখি। পেপারে সংবাদ হওয়ার পর সকাল থেকে অনেকে বাড়িতে খাবার নিয়ে এসেছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ দিয়েছেন নতুন জামা কাপড়। আপাতত আর অভাব নাই। পেপারে হামার কষ্ট নিয়ে লেখায় মানুষ বাড়িতে আসছেন, খোঁজখবর নিচ্ছেন।’
প্রতিবেশী শরিফা খাতুন জানান, রেল বস্তিতে একটি টিন দিয়ে ঘেরা ঝুপড়ি ঘরে থাকে ওই পরিবার। অভাবের কারণে বাচ্চারা বিভিন্নজনের বাড়িতে যেত। এ নিয়ে মা-বাবাকে অনেক কথা শুনতে হতো। মানুষের কথা সহ্য করতে না পেরে তাঁরা দুই সন্তানকে শিকল দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছিলেন। এ নিয়ে সাংবাদিক ছবি তুলে নিয়ে যাওয়ার পর দুজনকে শিকলমুক্ত করা হয়। এখন তারা খেলছে।
পত্রিকায় সংবাদ প্রকাশের পর গতকাল ওই বাড়িতে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওমর ফারুক, পিআইও বাবুল চন্দ্র রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী আব্দুল মাজেদসহ অনেকে। তাঁরা ওই পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেন।
ইউএনও আবু সাঈদ বলেন, ‘বিষয়টি জেনে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিয়ে ওই বাড়িতে যাই। যাওয়ার আগেই শিশুদের পায়ের শিকল খুলে দেওয়া হয়। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে শিশুদের মা অঙ্গীকার করেছেন। আমরা প্রাথমিকভাবে চাল, ডাল, তেলসহ ৩৫ কেজির শুকনো খাবার এবং নগদ অর্থ দিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারটি আরও সহযোগিতা করা হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫