বদরগঞ্জ প্রতিনিধি
বদরগঞ্জ পৌরশহরের পকিহানা এলাকায় শিকলে বেঁধে রাখা দুই ভাই সুমন (১০) ও সিমন (৮) মুক্ত হয়েছে। তারা এখন অন্য শিশুদের সঙ্গে খেলছে।
উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে দরিদ্র পরিবারটিকে শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে। এ ছাড়া ওই পরিবারের পাশে দাঁড়ানোসহ আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন অনেকে।
গতকাল মঙ্গলবার আজকের পত্রিকায় ‘চুরির অপবাদ এড়াতে পায়ে শিকল শিশুদের’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি দেখে তাদের বাড়িতে যান অনেকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায় ওই পরিবারের সব সদস্যকে নতুন পোশাক দিয়েছেন।
শিশু দুটি পকিহানা এলাকার আমির হোসেনের ছেলে। তাঁদের মা স্ত্রী শেফালী বেগম বলেন, ‘অভাবের কারণে খেতে না পেরে মানুষের বাড়িতে যেত দুই ছেলে। এ কারণে মানুষের অনেক কথা শুনতে হতো। তাই খুঁটির সঙ্গে শিকল দিয়ে তাদের বেঁধে রাখি। পেপারে সংবাদ হওয়ার পর সকাল থেকে অনেকে বাড়িতে খাবার নিয়ে এসেছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ দিয়েছেন নতুন জামা কাপড়। আপাতত আর অভাব নাই। পেপারে হামার কষ্ট নিয়ে লেখায় মানুষ বাড়িতে আসছেন, খোঁজখবর নিচ্ছেন।’
প্রতিবেশী শরিফা খাতুন জানান, রেল বস্তিতে একটি টিন দিয়ে ঘেরা ঝুপড়ি ঘরে থাকে ওই পরিবার। অভাবের কারণে বাচ্চারা বিভিন্নজনের বাড়িতে যেত। এ নিয়ে মা-বাবাকে অনেক কথা শুনতে হতো। মানুষের কথা সহ্য করতে না পেরে তাঁরা দুই সন্তানকে শিকল দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছিলেন। এ নিয়ে সাংবাদিক ছবি তুলে নিয়ে যাওয়ার পর দুজনকে শিকলমুক্ত করা হয়। এখন তারা খেলছে।
পত্রিকায় সংবাদ প্রকাশের পর গতকাল ওই বাড়িতে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওমর ফারুক, পিআইও বাবুল চন্দ্র রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী আব্দুল মাজেদসহ অনেকে। তাঁরা ওই পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেন।
ইউএনও আবু সাঈদ বলেন, ‘বিষয়টি জেনে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিয়ে ওই বাড়িতে যাই। যাওয়ার আগেই শিশুদের পায়ের শিকল খুলে দেওয়া হয়। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে শিশুদের মা অঙ্গীকার করেছেন। আমরা প্রাথমিকভাবে চাল, ডাল, তেলসহ ৩৫ কেজির শুকনো খাবার এবং নগদ অর্থ দিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারটি আরও সহযোগিতা করা হবে।’
বদরগঞ্জ পৌরশহরের পকিহানা এলাকায় শিকলে বেঁধে রাখা দুই ভাই সুমন (১০) ও সিমন (৮) মুক্ত হয়েছে। তারা এখন অন্য শিশুদের সঙ্গে খেলছে।
উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে দরিদ্র পরিবারটিকে শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে। এ ছাড়া ওই পরিবারের পাশে দাঁড়ানোসহ আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন অনেকে।
গতকাল মঙ্গলবার আজকের পত্রিকায় ‘চুরির অপবাদ এড়াতে পায়ে শিকল শিশুদের’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি দেখে তাদের বাড়িতে যান অনেকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায় ওই পরিবারের সব সদস্যকে নতুন পোশাক দিয়েছেন।
শিশু দুটি পকিহানা এলাকার আমির হোসেনের ছেলে। তাঁদের মা স্ত্রী শেফালী বেগম বলেন, ‘অভাবের কারণে খেতে না পেরে মানুষের বাড়িতে যেত দুই ছেলে। এ কারণে মানুষের অনেক কথা শুনতে হতো। তাই খুঁটির সঙ্গে শিকল দিয়ে তাদের বেঁধে রাখি। পেপারে সংবাদ হওয়ার পর সকাল থেকে অনেকে বাড়িতে খাবার নিয়ে এসেছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ দিয়েছেন নতুন জামা কাপড়। আপাতত আর অভাব নাই। পেপারে হামার কষ্ট নিয়ে লেখায় মানুষ বাড়িতে আসছেন, খোঁজখবর নিচ্ছেন।’
প্রতিবেশী শরিফা খাতুন জানান, রেল বস্তিতে একটি টিন দিয়ে ঘেরা ঝুপড়ি ঘরে থাকে ওই পরিবার। অভাবের কারণে বাচ্চারা বিভিন্নজনের বাড়িতে যেত। এ নিয়ে মা-বাবাকে অনেক কথা শুনতে হতো। মানুষের কথা সহ্য করতে না পেরে তাঁরা দুই সন্তানকে শিকল দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছিলেন। এ নিয়ে সাংবাদিক ছবি তুলে নিয়ে যাওয়ার পর দুজনকে শিকলমুক্ত করা হয়। এখন তারা খেলছে।
পত্রিকায় সংবাদ প্রকাশের পর গতকাল ওই বাড়িতে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওমর ফারুক, পিআইও বাবুল চন্দ্র রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী আব্দুল মাজেদসহ অনেকে। তাঁরা ওই পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেন।
ইউএনও আবু সাঈদ বলেন, ‘বিষয়টি জেনে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিয়ে ওই বাড়িতে যাই। যাওয়ার আগেই শিশুদের পায়ের শিকল খুলে দেওয়া হয়। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে শিশুদের মা অঙ্গীকার করেছেন। আমরা প্রাথমিকভাবে চাল, ডাল, তেলসহ ৩৫ কেজির শুকনো খাবার এবং নগদ অর্থ দিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারটি আরও সহযোগিতা করা হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪