Ajker Patrika

গুগলের সেরা অ্যাপ ও গেম

মাহিন আলম
গুগলের সেরা অ্যাপ ও গেম

সদ্য শেষ হওয়া ২০২২ সালের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এবং সেরা অ্যান্ড্রয়েড মোবাইল গেমের তালিকা প্রকাশ করেছে গুগল। এই তালিকায় সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের তকমা পেয়েছে কুয়েস্ট। একই সঙ্গে অ্যাপেক্স লিজেন্ডস মোবাইল গেমকে ২০২২ সালের সেরা অ্যান্ড্রয়েড মোবাইল গেম হিসেবে নির্বাচিত হয়েছে। উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ডেভেলপাররা প্রতিবছর হাজার হাজার অ্যাপ এবং গেম গুগল প্লে স্টোরে সাবমিট করে। পরে গুগল বছরের শেষে সেই অ্যাপগুলো থেকে সেরাদের নির্বাচন করে। 

অ্যাপেক্স লিজেন্ডস মোবাইল
গুগলের সেরা অ্যান্ড্রয়েড মোবাইল গেমের তালিকায় অ্যাপেক্স লিজেন্ডস মোবাইল গেমটি তার প্রতিদ্বন্দ্বী বিজিএমআইকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে। গত বছর বিজিএমআই সেরা অ্যান্ড্রয়েড মোবাইল গেম হিসেবে নির্বাচিত হয়েছিল। তবে বছর ঘুরতেই সে শিরোপার মালিকানা বদলে গেল।

টারনিপঅন্য সেরা অ্যাপ 
গুগল জানিয়েছে, ‘২০২২ সারা বিশ্বের বহু মানুষের জন্য মহামারি-পরবর্তী যুগকে বদলে দিয়েছে। মানুষ আবারও বাইরের বিশ্বের সম্ভাবনা এবং অভিজ্ঞতা লাভের জন্য নিজেদের উন্মুক্ত করে দিয়েছে। আর চাহিদা মেটাতে ডিজিটাল সলিউশনগুলোর ওপর নির্ভর করছে।’

মজার জন্য সেরা অ্যাপ বিভাগে শিরোপা জিতে নিয়েছে টারনিপ। সোশ্যাল মিডিয়া ও স্ট্রিমিংয়ের জন্য এই অ্যাপ ব্যবহার করা যায়। ট্যাবলেট বিভাগে সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে পকেট। ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী এই বিভাগে সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে অ্যাংরি বার্ডস জার্নি। ট্যাবলেটের জন্য সেরা গেম হিসেবে নির্বাচিত হয়েছে ভেরি লিটল নাইটমেয়ার্স। মাল্টিপ্লেয়ার বিভাগে সেরা গেমের শিরোপা জিতেছে রকেট লিগ সাইডওয়াইপ।

অ্যাপেক্স লিজেন্ডসপ্রবীণ নাগরিকদের কথা বিবেচনায় রেখে লঞ্চ হয়েছিল খেয়াল। ভালোর জন্য তৈরি সেরা অ্যাপের শিরোপা জিতে নিয়েছে এই অ্যাপ। এ ছাড়া এই তালিকায় জায়গা পেয়েছে অনলাইন শপ সেট আপ প্রোভাইডার জায়দা শপ। তালিকায় রয়েছে কুবি, যা এডুকেটর ও ক্রিয়েটরদের কনটেন্ট মনিটাইজ করতে সাহায্য করছে। পার্সোনাল গ্রোথ বিভাগে সেরা অ্যাপের শিরোপা জিতে নিয়েছে ফোলিও। এ ছাড়া এই বিভাগে বিশেষভাবে উল্লিখিত হয়েছে প্রিপলেডার, কুয়েম্যাথ ও ইয়েলো ক্লাস অ্যাপের নাম।

তথ্যসূত্র: বিভিন্ন ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত