Ajker Patrika

‘স্বল্পশিক্ষিত শ্রমিক তৈরি হবে নতুন শিক্ষাক্রমে’

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩: ৪৫
Thumbnail image

নতুন জাতীয় শিক্ষাক্রম নিয়ে বরিশালে এক সভায় বক্তারা বলেছেন, নতুন এই শিক্ষাক্রমে বিজ্ঞান শিক্ষাকে সংকুচিত করে কারিগরি শিক্ষায় কিছু শ্রমিক উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। এতে সচেতন শিক্ষিত মানুষের বদলে স্বল্পশিক্ষিত শ্রমিক তৈরি হবে।

গতকাল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে নগরীর কীর্তনখোলা মিলনায়তনে ‘জাতীয় শিক্ষাক্রম-২০২০; আদৌ কি পাব কাঙ্ক্ষিত শিক্ষাব্যবস্থা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, শিক্ষাবিদ শাহ্ সাজেদা, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবদুল মোতালেব হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত