Ajker Patrika

ইল্যান্ডের ঘরে নতুন অতিথি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১১: ০৮
ইল্যান্ডের ঘরে নতুন অতিথি

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকান তৃণভোজী প্রাণী কমন ইল্যান্ডের একটি পুরুষ শাবকের জন্ম হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান।

তবিবুর রহমান বলেন, বুধবার কোর সাফারির ভেতর সদ্যোজাত কমন ইল্যান্ড শাবকটি তার মায়ের দুধ পান করছিল। এ সময় শাবককে তার মায়ের সঙ্গে প্রথম দেখতে পান পার্কের কর্মীরা। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে শাবকটির জন্ম হয়েছে।

তবিবুর বলেন, ‘কমন ইল্যান্ড সাধারণত একবারে একটি বাচ্চার জন্ম দেয়। এদের গর্ভকালীন সময় ৯ মাস। বন্য পরিবেশে এদের গড় আয়ু ২০ থেকে ২৫ বছর। নারী কমন ইল্যান্ড দুই থেকে তিন বছরে প্রাপ্তবয়স্ক হয়। পুরুষ প্রাপ্তবয়স্ক হয় চার থেকে পাঁচ বছরে। অনুকূল পরিবেশ ও পরিচর্যায় আমরা নিয়মিত প্রাণীদের বাচ্চা পাচ্ছি। নতুন কমন ইল্যান্ড সদস্য ভিন্ন মাত্রার সৃষ্টি করবে বলে আমাদের বিশ্বাস।’

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কমন ইল্যান্ড অ্যান্টিলোপ প্রজাতির আফ্রিকান প্রাণী। নতুন একটি পুরুষ শাবকসহ পার্কের এই প্রাণীটির সংখ্যা দাঁড়াল চারটিতে।

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান বলেন, আফ্রিকা মহাদেশের অনেক স্থানে এদের দেখা যায়। নারী কমন ইল্যান্ডের ওজন প্রাপ্তবয়স্ক অবস্থায় ৩০০-৬০০ কেজি পর্যন্ত হতে পারে। পুরুষের ওজন ৪০০ থেকে ৯০০ কেজি। এদের দেহের দৈর্ঘ্য নারীর ক্ষেত্রে ৮০-১১০ ইঞ্চি ও পুরুষের ৯৪-১৩৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এরা মূলত তৃণভোজী।

সারোয়ার জানান, সাফারি পার্ক প্রতিষ্ঠার পর ২০১৫ সালের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা থেকে একটি নারী ও একটি পুরুষ কমন ইল্যান্ড আনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

সিএমএইচে মাগুরার শিশুটির অবস্থা অপরিবর্তিত: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত