Ajker Patrika

রাজধানীতে আবারও বাসে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ২০: ৪৯
সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের বাসে আগুন লেগেছে। ছবি: সংগৃহীত
সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের বাসে আগুন লেগেছে। ছবি: সংগৃহীত

রাজধানীতে ফের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মহানগরীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে প্রাথমিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ নিয়ে গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর চারটি বাসে অগ্নিকাণ্ড ঘটল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক এসব তথ্য জানান।

এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে আজ মঙ্গলবার ভোর ৪টার মধ্যে রাজধানী ঢাকায় চার স্থানে যানবাহনে অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে তিনটি বাস ও একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় আকাশ ও ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আজ মঙ্গলবার বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদ সম্মেলনে জানান, গত দুদিনে রাজধানীতে নয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৭টি মামলা রুজু করা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

এলাকার খবর
Loading...