Ajker Patrika

বনের মেয়ে মাধবীলতার গল্প

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৮: ৩২
বনের মেয়ে মাধবীলতার গল্প

যে গাছ বাঁচায় প্রাণ, পরিবেশ; সেই গাছ ধ্বংসের ষড়যন্ত্রে ব্যস্ত কিছু মানুষ। যে বন মানুষকে রক্ষা করে দুর্যোগের হাত থেকে, সেই বন নির্বিচারে কেটে সাফ করছে দুর্বৃত্তরা। পুষ্পরঞ্জন চৌধুরী তাদের একজন। এলাকার প্রভাবশালী নেতা পুষ্পরঞ্জন সবার সামনে ভীষণ বৃক্ষপ্রেমী। কিন্তু আড়ালে সে বনের কাঠ পাচারের সঙ্গে যুক্ত। তার আছে বিরাট বাহিনী, যারা দিনের পর দিন বনের গাছ কেটে সাফ করে। বন উজাড়ের প্রতিবাদে এগিয়ে আসে একটি ক্ষুদ্র জাতিসত্তার মেয়ে। নাম তার মাধবীলতা।

এমন গল্প নিয়ে স্টার জলসায় আজ থেকে শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘মাধবীলতা’। এতে নামভূমিকায় অভিনয় করছেন শ্রাবণী বুনিয়া। কলকাতার সিরিয়ালের এই মিষ্টিমুখ এর আগেও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন। স্টার জলসার ‘রাখি বন্ধন’ দিয়ে শুরু হয়েছিল তাঁর অভিনয়জীবন। এরপর ‘কনক কাঁকন’, ‘জীবনসাথী’—প্রতি কাজেই প্রতিভার প্রমাণ দিয়েছেন শ্রাবণী। ‘মাধবীলতা’ সিরিয়ালে শক্তহাতে ভিলেনদের পরাস্ত করতে দেখা যাবে তাঁকে।

তবে প্রতিবাদী মাধবীলতার জীবন কিন্তু মোটেই স্বস্তির নয়। মায়ের অস্বাভাবিক মৃত্যুর প্রত্যক্ষদর্শী তাঁর দিদি। সেই ঘটনার পর থেকে সে বোবা হয়ে গেছে। মাধবী অপেক্ষা করছে, কবে তার দিদি আবার কথা বলতে পারবে। আর সে জানতে পারবে, মায়ের হত্যাকারীর পরিচয়। সেদিন সে ঠিকই প্রতিশোধ নেবে। জঙ্গলও মাধবীর কাছে মায়ের মতোই। তাই কেউ গাছ কাটতে এলে জীবন নিয়ে রুখে দাঁড়ায় সে। মাধবীলতার নায়কের নাম সবুজ। শখের ফটোগ্রাফার। এ চরিত্রে অভিনয় করছেন সুস্মিত মুখোপাধ্যায়।

‘মাধবীলতা’ পরিচালনা করছেন স্নেহাশীষ চক্রবর্তী। আজ থেকে স্টার জলসায় প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচারিত হবে সিরিয়ালটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত