আজকের পত্রিকা ডেস্ক
বাণী অর্চনা, দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে। সনাতন হিন্দু সম্প্রদায়ের বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে এ পূজা হয়। শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। প্রতিনিধিদের পাঠানো খবর-
মৌলভীবাজার:
সারা দেশের মতো মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজা মণ্ডপে পূজা-অর্চনা করা হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তবে করোনাভাইরাসের কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জনের নির্দেশনা কর্তৃপক্ষ আগেই জানিয়ে দেওয়া হয়। মৌলভীবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার দুপুরে মনু নদের দক্ষিণ প্রান্তে পৌরশহরের পূজা মণ্ডপগুলোর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানো হবে।
মৌলভীবাজার সদর পূজা উদ্যাপন কমিটির সম্পাদক সুমেশ দাস যীশু জানান, দুপুর ২টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হবে।
শায়েস্তাগঞ্জ:
উপজেলার শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, নুরপুর আদর্শ উচ্চবিদ্যালয় , মোজাহের উচ্চবিদ্যালয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়। ভোরবেলা থেকেই পূজা-অর্চনা শুরু হয়। দুপুরে শিক্ষার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সবশেষে শিক্ষার্থীরা সমবেত প্রার্থনায় অংশ নেন।
শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক তাপস পাল বলেন, ‘বৈশ্বিক মহামারি করুণার কারণে আয়োজনটি খুব বড় করে করা হচ্ছে না। শিক্ষার্থীদের উপস্থিতি দীর্ঘদিন পরে হলেও আমাদের মাঝে কিছুটা নতুন প্রাণের সঞ্চার করেছে। কায়মনোবাক্যে প্রার্থনা করছি বিদ্যাদেবীর কাছে, আমরা যেন খুব সহজেই সবকিছু থেকে পরিত্রাণ পাই। বিদ্যা অর্জন করে দেশ ও জাতির সেবা করতে পারি।’
বাণী অর্চনা, দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে। সনাতন হিন্দু সম্প্রদায়ের বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে এ পূজা হয়। শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। প্রতিনিধিদের পাঠানো খবর-
মৌলভীবাজার:
সারা দেশের মতো মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজা মণ্ডপে পূজা-অর্চনা করা হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তবে করোনাভাইরাসের কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জনের নির্দেশনা কর্তৃপক্ষ আগেই জানিয়ে দেওয়া হয়। মৌলভীবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার দুপুরে মনু নদের দক্ষিণ প্রান্তে পৌরশহরের পূজা মণ্ডপগুলোর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানো হবে।
মৌলভীবাজার সদর পূজা উদ্যাপন কমিটির সম্পাদক সুমেশ দাস যীশু জানান, দুপুর ২টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হবে।
শায়েস্তাগঞ্জ:
উপজেলার শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, নুরপুর আদর্শ উচ্চবিদ্যালয় , মোজাহের উচ্চবিদ্যালয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়। ভোরবেলা থেকেই পূজা-অর্চনা শুরু হয়। দুপুরে শিক্ষার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সবশেষে শিক্ষার্থীরা সমবেত প্রার্থনায় অংশ নেন।
শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক তাপস পাল বলেন, ‘বৈশ্বিক মহামারি করুণার কারণে আয়োজনটি খুব বড় করে করা হচ্ছে না। শিক্ষার্থীদের উপস্থিতি দীর্ঘদিন পরে হলেও আমাদের মাঝে কিছুটা নতুন প্রাণের সঞ্চার করেছে। কায়মনোবাক্যে প্রার্থনা করছি বিদ্যাদেবীর কাছে, আমরা যেন খুব সহজেই সবকিছু থেকে পরিত্রাণ পাই। বিদ্যা অর্জন করে দেশ ও জাতির সেবা করতে পারি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫