Ajker Patrika

দুবাইয়ের ভবনের আদলে পূজামণ্ডপ

মৌলভীবাজার প্রতিনিধি
দুবাইয়ের ভবনের আদলে পূজামণ্ডপ

দরজায় কড়া নাড়ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। কাল শনিবার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে পূজা। এ উপলক্ষে মৌলভীবাজারে দুবাইয়ের ভবন বুর্জ খলিফা টাওয়ারের আদলে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী পূজামণ্ডপ। শহরের সৈয়দপুর এলাকায় ১২০ ফুট উঁচু টাওয়ারটি তৈরি করেন ত্রিনয়নী শিববাড়ি মন্দিরের আয়োজকেরা। তাঁরা জানান, নিজেরা উদ্যোগী হয়ে দর্শনার্থী সমাগম বৃদ্ধির জন্য ব্যতিক্রমী এ আয়োজন করা হয়েছে।

ত্রিনয়নী শিববাড়ি মন্দিরের সভাপতি শ্রীকান্ত ধর বলেন, ‘আমাদের মূল পূজা মূলত প্রতিমাকে কেন্দ্র করে। সৌন্দর্য বৃদ্ধি ও দর্শনার্থী আকৃষ্ট করতে নানাবিধ স্থাপনা ও নকশার অনুকরণ করা হয় মূল গেটের অংশে। তারই ধারাবাহিকতায় সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এসেছে বুর্জ খলিফা টাওয়ার।’

এ ছাড়া জেলায় আরও কয়েকটি পূজামণ্ডপে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। কুলাউড়ার কাদিপুরে পাথর-সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে সহস্রভুজা দেবীদুর্গার প্রতিমা। পাঁচগাঁওয়ে লাল দুর্গা প্রতিমা; ভক্তদের বিশ্বাস, সেখানে দেবীদুর্গা সব সময় জাগ্রত থাকেন। বাঁশ, কাপড় ও ককশিট দিয়ে দৃষ্টিনন্দন মণ্ডপ তৈরি করেছেন মহেশ্বরী মন্দিরের সদস্যরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...