Ajker Patrika

তুর্কি বুর্সলারি স্কলারশিপ

মুসাররাত আবির
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৮: ৩৬
তুর্কি বুর্সলারি স্কলারশিপ

শিক্ষার্থীদের কাছে তুরস্কের সবচেয়ে সম্মানজনক বৃত্তি হচ্ছে ‘তুর্কি বুর্সলারি স্কলারশিপ’। দুই দশক ধরে উন্নত শিক্ষাব্যবস্থা ও গবেষণার জন্য দেশটি দিন দিন শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে বিনা মূল্যে পড়ার একটি সুযোগ দিচ্ছে তুরস্ক সরকার। বাংলাদেশসহ সব আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের মাধ্যমে তুরস্কের ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

সুযোগ-সুবিধাসমূহ

  • কোনো টিউশন ফি প্রদান করতে হবে না।
  • মাসিক উপবৃত্তি প্রদান করা হবে। স্নাতকের জন্য বাংলাদেশি টাকায় প্রায় ৯০০০ টাকা।
  • স্নাতকোত্তরে প্রায় ১২ হাজার ৫০০ টাকা।
  • পিএইচডিতে প্রায় ১৮ হাজার টাকা।
  • হোস্টেলে থাকার সুযোগ। স্নাতকের শিক্ষার্থীদের জন্য থাকা-খাওয়া সম্পূর্ণ বিনা মূল্যে। স্নাতকোত্তর এবং পিএইচডি শিক্ষার্থীরা দ্বিতীয় বছর থেকে ৫৫০ লিরা প্রদান করতে হবে। চাইলে সপরিবারে থাকা যায়।
  • খাবারের ব্যবস্থা।
  • স্বাস্থ্যব্যয় পাবলিক হেলথ ইনস্যুরেন্স বহন করবে।
  • বিমানে আসা-যাওয়ার খরচ।
  • বিনা মূল্যে এক বছরের তুর্কি ভাষা কোর্স করা যাবে।
  • ইউনিভার্সিটির মূল কোর্সে ভালো ফল থাকলে ইউরোপের যেকোনো দেশে ১ সেমিস্টার পড়ার সুযোগ।
  • আইইএলটিএস লাগবে না।

আবেদনের যোগ্যতা:

  • তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা যাবে না।
  • স্নাতকে সর্বোচ্চ ২১ বছর।
  • স্নাতকোত্তরে সর্বোচ্চ ৩০ বছর।
  • পিএইচডিতে সর্বোচ্চ ৩৫ বছর।
  • স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে ৭০ শতাংশ মার্কস তুলতে হবে।
  • স্নাতকোত্তরের জন্য স্নাতকে ৭৫ শতাংশ মার্কস তুলতে হবে।
  • পিএইচডির জন্য স্নাতকোত্তরে ৭৫ শতাংশ মার্কস তুলতে হবে।
  • তবে হেলথ সায়েন্সের জন্য কমপক্ষে ৯০ শতাংশ মার্কস তুলতে হবে।
  • ইংরেজি ভাষা দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথি

  • সাদা ব্যাকগ্রাউন্ডের একটা পাসপোর্ট সাইজের ছবি।
  • পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের স্ক্যানড কপি (ইংরেজি)।
  • সব পরীক্ষার সার্টিফিকেট।
  • সব পরীক্ষার মার্কশিট।
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • দুটি রেফারেন্স লেটার।
  • একটি মোটিভেশনাল লেটার।
  • স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)।
  • একটি রিসার্চ প্রোপোজাল।
  • টোফেল ও জিআরই ইত্যাদির সার্টিফিকেট (যদি থাকে)।
  • এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট (রচনা প্রতিযোগিতা, স্কাউট, বিএনসিসি, জিপিএ-৫ সংবর্ধনা, কোনো এনজিও বা অন্য প্রতিষ্ঠানে কাজ করা ইত্যাদি)।

আবেদন প্রক্রিয়া:
তুরস্কের শিক্ষাবৃত্তির জন্য আবেদন অনলাইনে করতে হয়। আর পুরো প্রক্রিয়াই হয় বিনা মূল্যে। আগ্রহীরা আবেদন করতে পারবেন ওয়েবসাইট থেকে। চাইলে নতুন আবেদনকারী শিক্ষার্থীরা তুরস্কে পড়াশোনা করা বাংলাদেশিদের ফেসবুক গ্রুপেও প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগের সুযোগ আছে।

আবেদন শুরু: ১০ জানুয়ারি ২০২২

আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত