Ajker Patrika

মুক্তিযোদ্ধা মিলনায়তন জুয়া-মাদকের আড্ডা

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১১: ৩৫
মুক্তিযোদ্ধা মিলনায়তন জুয়া-মাদকের আড্ডা

অযত্নে আর অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে পটুয়াখালীর বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তন। পৌরশহরের প্রাণকেন্দ্রে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশে এই মিলনায়তনটি বর্তমানে জুয়া আর মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।

জানা গেছে, ২০০৬ সালে এই মিলনায়তনটি নির্মাণ করা হলে বিভিন্ন রাজনৈতিক দলের সভা, সেমিনার ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। মিলনায়তনটি তখন একটি মিলনমেলার কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করে। অথচ সেটি বেশি দিন স্থায়ী ছিল না। সংশ্লিষ্ট দপ্তরের অবহেলা-অযত্নে মিলনায়তনটি বর্তমানে ভাগাড়ে পরিণত হয়ে গড়ে উঠেছে জুয়া আর মাদকসেবীদের আড্ডাস্থল। মাদকসেবীরা অডিটোরিয়ামের ফ্যান, গ্রিলসহ মূল্যবান মালামাল খুলে বিক্রি করে দিয়েছে। বর্তমানে মিলনায়তনের চারপাশের দেয়াল, ভাঙা দরজা, জানালা ব্যতীত আর কিছুই নেই। কর্তৃপক্ষের নজরদারি না থাকার এমন অবস্থা হয়েছে বলে সচেতন মহল মনে করছেন। তাঁদের মতে, কর্তৃপক্ষ যদি অডিটরিয়ামটিকে পুনরায় সংস্কার করে এবং সঠিকভাবে দেখভাল করলে আবারও হয়ে উঠতে পারে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলা।

এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, ‘এটা জেলা পরিষদের ভবন এটার দায়িত্ব তাঁদের। তবে জুয়া ও মাদকের আড্ডা বন্ধ করতে অতি দ্রুত ব্যবস্থা নিতে থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হবে।’

পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন বলেন, ‘আমরা মিলনায়তনটি সংস্কারের জন্য একটি অর্থ বরাদ্দ চেয়েছি। বর্তমানে সেটি কত দূর এগোল, সে বিষয়ে ইঞ্জিনিয়ার বলতে পারবে। মাদকের বিষয়টি দেখার দায়িত্ব প্রশাসনের।’

পটুয়াখালী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. শাহজাহান মিয়া বলেন, ‘১ কোটি ৭৮ লাখ টাকা একটি বাজেট করে বাউফলের সাংসদ আ স ম ফিরোজের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত