Ajker Patrika

কাটা পড়ছে সড়কের ৫৩ গাছ

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২১
কাটা পড়ছে সড়কের ৫৩ গাছ

গাছ কেনার ঠিকাদার না পাওয়ায় অবশেষে যশোরের রাজারহাট-চুকনগর আঞ্চলিক মহাসড়কের মধ্যে থাকা গাছগুলো অপসারণের কাজ শুরু করেছে জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। সড়ক প্রশস্তের জন্য বাধা হয়ে দাঁড়ানো বড় বড় এসব গাছ নিয়ে জটিলতায় পড়েন সড়কের ঠিকাদারেরা।

এ জন্য গত দুই সপ্তাহ ধরে জেলা পরিষদ ও সওজ যৌথ উদ্যোগে গাছগুলো কেটে সরানোর কাজ চলছে। রাজারহাট থেকে মনিরামপুরের শেষ সীমানা হয়ে কেশবপুরের অংশ বিশেষ থেকে সড়কের দুপাশের মেহগনি ও রেইনট্রিসহ নানা প্রজাতির মোট ৫৩টি গাছ কেটে অপসারণ করা হবে।

সরেজমিন গত সোমবার সকালে মনিরামপুর বাজারের গোহাটা মোড়ের তেল পাম্পের সামনে বড় একটি মেহগনি গাছ কাটতে দেখা গেছে। এ সময় কথা হয় গাছ কাটার তদারকির দায়িত্বে থাকা সওজের কার্য পরিদর্শক মুরাদুল ইসলামের সঙ্গে।

মুরাদুল ইসলাম বলেন, ‘আমরা ও জেলা পরিষদ যৌথভাবে গাছ কাটাচ্ছি। বিজয়রামপুর খই তলা থেকে মনিরামপুর বাজারের গোহাটা পর্যন্ত ১১টি গাছ কাটার দায়িত্ব আমাদের। গাছ কেটে কাঠ জেলা পরিষদের আওতায় মনিরামপুর মিলনায়তনের সামনে রাখা হচ্ছে।’

গাছকাটা শ্রমিক ফিরোজ হোসেন বলেন, ‘রাজারহাট থেকে কেশবপুর পর্যন্ত চার ধাপে ৫৩টি গাছ কাটা পড়বে। আমরা ১১টা গাছ কাটতেছি। সোমবার আমাদের ১১টা কাটা শেষ হয়েছে।

দেড় বছর আগে চারজন ঠিকাদারের মাধ্যমে রাজারহাট-মনিরামপুর-কেশবপুর-চুকনগর ৩৮ কিলোমিটার সড়কটি প্রশস্তকরণের কাজ শুরু হয়। এ সড়কের দুধারে মেহগনি, রোড শিশু, রেইনট্রিসহ নানা জাতের বড়বড় কয়েক হাজার গাছ ছিল। রাস্তার কাজ শুরু হওয়ার আগে মালিকানা জটিলতা থাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগ গাছ কাটার ব্যাপারে সিদ্ধান্ত না নিয়ে দরপত্র আহ্বান করে।’

২০২০ সালের মাঝামাঝি সড়ক সংস্কারের কাজ শুরু হয়। কাজের সুবিধার্থে ঠিকাদার এক্সকাভেটর দিয়ে গাছ উপড়ে ফেলেন। সে গাছ সড়কের দুই ধারে পড়ে থাকায় লুটপাট শুরু হয়। তখন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হলে গাছের মালিকানা দাবি করে এগিয়ে আসে জেলা পরিষদ। পরে তাঁরা উপড়ে ফেলা কিছু গাছ কেটে মনিরামপুর উপজেলা পরিষদের মিলনায়তনের সামনে এনে রাখেন। বাকি গাছ আজও সড়কের দুই ধারে পড়ে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে।

যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী আরিফ-উজ-জামান বলেন, ‘গাছ বিক্রির জন্য তিনবার দরপত্র আহ্বান করেও ঠিকাদার মেলেনি। ফলে গাছ বিক্রি করা সম্ভব হয়নি। এখন কেটে সংরক্ষণ করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত