Ajker Patrika

ফাইনালে বৃষ্টির চোখরাঙানি

ফাইনালে বৃষ্টির চোখরাঙানি

১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের রোডম্যাপ মেনেই যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড-পাকিস্তান। ৩০ বছর আগের সেই স্মৃতি আবারও রোমন্থনের জন্য প্রস্তুত দুই দলের ক্রিকেটাররা। সেই অস্ট্রেলিয়া, মেলবোর্ন—শিরোপা লড়াইয়ের সামনে এবারও ইংল্যান্ড-পাকিস্তান। পার্থক্য শুধু সময় এবং খেলোয়াড়েরা।

এমন উপলক্ষ যখন সামনে, তখন শঙ্কা জাগাচ্ছে মেলবোর্নের আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফাইনালেও বাগড়া দিতে পারে বৃষ্টি। মেলবোর্নে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শতভাগ। ৮ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টি বাধা হলে অবশ্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, রিজার্ভ ডে’তেও ৯৫ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৫ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে ফাইনাল সহজে ভেস্তে যেতে দিতে চায় না আইসিসি। সংস্থাটির ইভেন্ট টেকনিক্যাল কমিটি (ইটিসি) জানিয়েছে, সাধারণত অতিরিক্ত ৩০ মিনিট রাখা হলেও রিজার্ভ ডে’তে খেলার ফল পেতে অতিরিক্ত দুই ঘণ্টা থেকে ৪ ঘণ্টা অপেক্ষা করবে।

তবে প্রাথমিকভাবে চেষ্টা থাকবে কালই খেলা চালিয়ে নেওয়ার। সেমিফাইনাল ও ফাইনালে ফল পেতে কমপক্ষে ১০ ওভার করে খেলা হতে হবে। বৃষ্টির বাধায় যদি এটাও সম্ভব না হয়, তাহলে ম্যাচ যাবে রিজার্ভ ডে’তে। ম্যাচ শুরু হয়ে গেলে প্রথম দিন যেখানে শেষ হয়েছে, রিজার্ভ ডে’তে সেখান থেকেই খেলা শুরু হবে।

রিজার্ভ ডে কীভাবে কাজ করবে, এ ব্যাপারে দুটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়েছে আইসিসি। দেখা গেল, ২০ ওভারের খেলা শুরু হলো। ৯ ওভার শেষ হওয়ার পর বৃষ্টি আসায় ম্যাচ নেমে এল ১৭ ওভারে। এরপর খেলা শুরু হওয়ার আগে বৃষ্টি হলে রিজার্ভ ডে’তে ২০ ওভারের খেলা হবে। তবে ৯ ওভার শেষে বৃষ্টি এলে খেলা হবে ১৭ ওভার। খেলা শুরু হওয়ার পর ১ ওভার শেষে বন্ধ হয়ে গেলে রিজার্ভ ডে’তে ওই ১৭ ওভারেই খেলা হবে।

প্রথম রাউন্ড ঠিকঠাক হলেও সুপার টুয়েলভে বৃষ্টি ভুগিয়েছে বড় দলগুলোকে। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পথে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই ম্যাচে ২ পয়েন্ট পেলে নেট রানরেটে অনেক এগিয়ে যেত প্রোটিয়ারা।

বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হেরে কঠিন সমীকরণে পড়েছিল ইংল্যান্ডও। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষেও পয়েন্ট ভাগাভাগি করেছিল ইংলিশরা। এতে দুই দলই চাপে পড়ে।

পরে অবশ্য অস্ট্রেলিয়াকে বিদায় নিতে হয়েছে। আয়ারল্যান্ড-আফগানিস্তানের ম্যাচও পরিত্যক্ত হয়। নিউজিল্যান্ডও ১ পয়েন্ট ছেড়ে দিয়েছিল আফগানদের কাছে।

ফাইনালে দুই দিন মিলিয়েও ফল না এলে শিরোপা ভাগাভাগি করবে ইংল্যান্ড ও পাকিস্তান। এর আগে ২০০২ সালে একইভাবে চ্যাম্পিয়নস ট্রফিতে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত। সেবারও ফাইনাল গড়িয়েছিল রিজার্ভ ডে’তে। শ্রীলঙ্কার ইনিংস ৫০ ওভার হলেও ভারতের ২ ওভার ব্যাটিংয়ের পরই খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টির দাপটে খেলা আর শুরু করা সম্ভব হয়নি। সর্বশেষ এমন সমীকরণ দেখা গিয়েছিল ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে। ভারত ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটি হয়েছিল দুই দিন মিলিয়ে।

তবে মেলবোর্নে সব চাপিয়ে আলোচনায় ৯২’ বিশ্বকাপের পুনরাবৃত্তি। সেবার পাকিস্তানের কাছে শিরোপা খুইয়েছিল ইংলিশরা। এবার অবশ্য সেই প্রতিশোধ নিতে চাইবেন ইয়ান বোথামদের উত্তরসূরিরা। এবারের বিশ্বকাপে দারুণ দাপুটে বাটলাররা। সেমিতে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতকে পাত্তাই দেয়নি বাটলারের দল। সব মিলিয়ে দারুণ এক সমাপ্তির আশায় আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন রোজার আগেই, ঘোষণা আসতে পারে আজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত