নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইউপি নির্বাচনের আটজন চেয়ারম্যান পদপ্রার্থী। গতকাল বুধবার দুপুরে উপজেলার আট ইউনিয়ন পরিষদে (ইউপি) উপজেলা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে লিখিত এই অভিযোগ দেন।
লিখিত অভিযোগে বলা হয়, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আসন্ন ইউপি নির্বাচনে তাঁর অনুসারী প্রার্থীদের কেন্দ্র দখল করে বিজয়ী করার চেষ্টা করছেন। ইতিমধ্যে তিনি তাঁর সন্ত্রাসীদের দিয়ে এবং নিজে বিভিন্ন ইউপির বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দলের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। মোবাইল ফোনেও অনেককে হুমকি দিচ্ছেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগে আরও বলা হয়, পৌর মেয়র নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পৌরসভার সরকারি গাড়িসহ তাঁর সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে গাড়িবহরসহ গণসংযোগ করছেন। তিনি সেখানে উসকানিমূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন। ফলে আগামী ৭ ফেব্রুয়ারি নির্বাচনে দাঙ্গা-হাঙ্গামাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। কাদের মির্জার এসব কর্মকাণ্ড বন্ধসহ তাঁর গাড়িবহরে থাকা সশস্ত্র সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।
লিখিত অভিযোগ দেওয়া প্রার্থীরা হলেন সিরাজপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী মাঈন উদ্দিন মামুন, চরপার্বতী ইউপির মাহবুবুর রশীদ মঞ্জু, ৩ নম্বর চরহাজারী ইউপির নুরুজ্জামান স্বপন, চরকাঁকড়া ইউপির হানিফ সবুজ, চরফকিরা ইউপির জায়দল হক কচি, রামপুর ইউপির সিরাজিস সালেকীন রিমন, মুছাপুর ইউপির নজরুল ইসলাম চৌধুরী শাহীন এবং চর এলাহী ইউপির আবদুর রাজ্জাক।
মুছাপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, ‘আমি এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আমাকে উপজেলা আওয়ামী লীগ সমর্থন দেওয়ায় কাদের মির্জা তাঁর অনুসারী এক আমেরিকা প্রবাসীকে প্রার্থী দিয়েছেন। তিনি সরকারি গাড়ি ও সহযোগী ব্যবহার করে ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ সমর্থিত আটজন প্রার্থীর জয়ের সম্ভাবনা দেখে কাদের মির্জা তাঁর অনুসারী প্রার্থীদের পক্ষে কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন। আমাদের প্রার্থীরা বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন।’
এ বিষয়ে জানতে মেয়র কাদের মির্জাকে ফোন করা হয়। তাঁর সহকারী পরিচয় দিয়ে একজন রিসিভ করে কেন ফোন দেওয়া হয়েছে জানতে চেয়ে তিনি বলেন, ‘মেয়র এখন বিশ্রামে আছেন। পরে ফোন করেন।’
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত (বিকেল ৫টা) কোনো লিখিত পাইনি। অভিযোগের বিষয়ে খবর নেওয়া হচ্ছে।’
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইউপি নির্বাচনের আটজন চেয়ারম্যান পদপ্রার্থী। গতকাল বুধবার দুপুরে উপজেলার আট ইউনিয়ন পরিষদে (ইউপি) উপজেলা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে লিখিত এই অভিযোগ দেন।
লিখিত অভিযোগে বলা হয়, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আসন্ন ইউপি নির্বাচনে তাঁর অনুসারী প্রার্থীদের কেন্দ্র দখল করে বিজয়ী করার চেষ্টা করছেন। ইতিমধ্যে তিনি তাঁর সন্ত্রাসীদের দিয়ে এবং নিজে বিভিন্ন ইউপির বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দলের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। মোবাইল ফোনেও অনেককে হুমকি দিচ্ছেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগে আরও বলা হয়, পৌর মেয়র নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পৌরসভার সরকারি গাড়িসহ তাঁর সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে গাড়িবহরসহ গণসংযোগ করছেন। তিনি সেখানে উসকানিমূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন। ফলে আগামী ৭ ফেব্রুয়ারি নির্বাচনে দাঙ্গা-হাঙ্গামাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। কাদের মির্জার এসব কর্মকাণ্ড বন্ধসহ তাঁর গাড়িবহরে থাকা সশস্ত্র সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।
লিখিত অভিযোগ দেওয়া প্রার্থীরা হলেন সিরাজপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী মাঈন উদ্দিন মামুন, চরপার্বতী ইউপির মাহবুবুর রশীদ মঞ্জু, ৩ নম্বর চরহাজারী ইউপির নুরুজ্জামান স্বপন, চরকাঁকড়া ইউপির হানিফ সবুজ, চরফকিরা ইউপির জায়দল হক কচি, রামপুর ইউপির সিরাজিস সালেকীন রিমন, মুছাপুর ইউপির নজরুল ইসলাম চৌধুরী শাহীন এবং চর এলাহী ইউপির আবদুর রাজ্জাক।
মুছাপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, ‘আমি এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আমাকে উপজেলা আওয়ামী লীগ সমর্থন দেওয়ায় কাদের মির্জা তাঁর অনুসারী এক আমেরিকা প্রবাসীকে প্রার্থী দিয়েছেন। তিনি সরকারি গাড়ি ও সহযোগী ব্যবহার করে ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ সমর্থিত আটজন প্রার্থীর জয়ের সম্ভাবনা দেখে কাদের মির্জা তাঁর অনুসারী প্রার্থীদের পক্ষে কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন। আমাদের প্রার্থীরা বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন।’
এ বিষয়ে জানতে মেয়র কাদের মির্জাকে ফোন করা হয়। তাঁর সহকারী পরিচয় দিয়ে একজন রিসিভ করে কেন ফোন দেওয়া হয়েছে জানতে চেয়ে তিনি বলেন, ‘মেয়র এখন বিশ্রামে আছেন। পরে ফোন করেন।’
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত (বিকেল ৫টা) কোনো লিখিত পাইনি। অভিযোগের বিষয়ে খবর নেওয়া হচ্ছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪