Ajker Patrika

নিলাম ছাড়াই সরকারি ভবন ভেঙে বিক্রি

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
নিলাম ছাড়াই সরকারি ভবন ভেঙে বিক্রি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পরিত্যক্ত ভবন ভেঙে ইট-রড বিক্রির অভিযোগ উঠেছে প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম দেওয়ানের বিরুদ্ধে। নিয়মনীতির তোয়াক্কা না করে নিলাম ছাড়াই মালামাল বিক্রি করে তিনি সেই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রবেশপথে থাকা পুরোনো দুটি পাকা ভবনের মধ্যে একটি ভবন পরিচ্ছন্নতার নামে নিলাম বা অনুমতি ছাড়াই ভাঙার কাজ শুরু করেন প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম দেওয়ান। ইতিমধ্যে দুটি ভবনের মধ্যে একটি ভেঙে মালামাল বিক্রি করে দিয়েছেন তিনি। সরকারি কোষাগারেও টাকা জমা করেননি এই কর্মকর্তা। স্থানীয় বাসিন্দা বাক্কার ব্যাপারীসহ অনেকের কাছেই ভবনের পুরোনো ইট-রড বিক্রি করেছেন তিনি। অন্য ভবনটিও ভাঙার পাঁয়তারা করছেন বলে জানা গেছে।

গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পুরোনো দুটি ভবনের মধ্যে একটি ভেঙে ভেতরে থাকা সব মালামাল বিক্রি করা হয়েছে। সেখানে পার্ক করে রাখা হয়েছে গাড়ি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, পরিত্যক্ত ওই ভবনে মাদকের আড্ডা জমত। স্থানটি অপরিষ্কার ছিল। পরে বিষয়টি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্রকে জানিয়ে ভবনটি ভেঙে ফেলা হয়েছে।

কথা হলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্র বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ তাঁর অনুমতিক্রমে ভবন ভাঙার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার সঙ্গে কোনো কথা হয়নি, আমি ভবন ভাঙার অনুমতি দিইনি।’

ইউএনও মুহাম্মদ রাসেদুজ্জামান জানান, ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নিলাম কমিটির সদস্যসচিব প্রকৌশলী শাহ মোয়াজ্জেম জানান, ভবনের কোনো নিলাম হয়নি।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজি মো. নাহিদ খান আজকের পত্রিকাকে বলেন, সরকারি নিয়মনীতি মেনে ভবন ভাঙা প্রয়োজন ছিল। যদি তিনি (নজরুল ইসলাম দেওয়ান) নিয়ম না মেনে থাকেন তাহলে প্রশাসন বিষয়টি দেখবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত