Ajker Patrika

দুই ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৫
দুই ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে

কুলাউড়ার ভারতীয় সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। মৌলভীবাজারে জেলে ৯ মাস কারাগারে থাকা রাজিব দেববর্মা (৩৪) ও গুরুপদ দেববর্মাকে (৪২) তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

গতকাল রোববার দুপুরে ওই দুই ব্যক্তিকে উপজেলার চাতলাপুর সীমান্ত দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ। এ সময় বিজিবি-বিএসএফ উপস্থিতি ছিল।

পরবর্তীতে ত্রিপুরা রাজ্যের কৈলাশহর ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ভুক্তভোগীদের স্বজনেরা কান্নায় ভেঙে পরেন।

প্রত্যাবাসন কর্মী ও মৌলভীবাজার সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ জানান, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি চাতলাপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তাঁরা। এ সময় চাতলাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করে জেলহাজতে পাঠায়। পরে আদালত ৩ নভেম্বর তাদের ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে তিন দিনের জেল দেন। তাঁরা ৯ মাস জেলা কারাগারে থাকেন। পরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেল সুপার মো. আনোয়ারুজ্জামানের সহযোগিতায় সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে দুই দেশের হাইকমিশন আটকদের ভারতে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এয়ারক্র্যাফট দাঁড়াল ২৫টিতে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

আজকের রাশিফল: আপন গোপন তথ্য সামলে রাখুন, প্রচুর ভালোবাসুন

গাজায় যুদ্ধবিরতি ভেঙে এক দিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

যুগান্তকারী উদ্ভাবন: চোখে চিপ বসিয়ে দেখতে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

এলাকার খবর
Loading...