Ajker Patrika

দুই ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৫
দুই ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে

কুলাউড়ার ভারতীয় সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। মৌলভীবাজারে জেলে ৯ মাস কারাগারে থাকা রাজিব দেববর্মা (৩৪) ও গুরুপদ দেববর্মাকে (৪২) তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

গতকাল রোববার দুপুরে ওই দুই ব্যক্তিকে উপজেলার চাতলাপুর সীমান্ত দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ। এ সময় বিজিবি-বিএসএফ উপস্থিতি ছিল।

পরবর্তীতে ত্রিপুরা রাজ্যের কৈলাশহর ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ভুক্তভোগীদের স্বজনেরা কান্নায় ভেঙে পরেন।

প্রত্যাবাসন কর্মী ও মৌলভীবাজার সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ জানান, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি চাতলাপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তাঁরা। এ সময় চাতলাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করে জেলহাজতে পাঠায়। পরে আদালত ৩ নভেম্বর তাদের ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে তিন দিনের জেল দেন। তাঁরা ৯ মাস জেলা কারাগারে থাকেন। পরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেল সুপার মো. আনোয়ারুজ্জামানের সহযোগিতায় সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে দুই দেশের হাইকমিশন আটকদের ভারতে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত