Ajker Patrika

গুচ্ছগ্রামে নানান সংকট টিকল মাত্র এক পরিবার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৪: ৩৫
Thumbnail image

গুচ্ছগ্ৰামের ৬০টি পরিবারের মধ্যে টিকে আছে মাত্র একটি পরিবার। নেই রাস্তা, নেই বিদ্যুৎ-সুপেয় পানির ব্যবস্থা। ঘরগুলোর ভেতরে বালু। বাইরেও বালু। এসব কারণে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দ্বীপ চর গোড়কমন্ডলের গুচ্ছগ্ৰামটি এখন মানুষশূন্য।

অভিযোগ উঠেছে, চরে অপরিকল্পিতভাবে গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের দূরে রেখে নামমাত্র কাজ করে অর্থ হাতিয়ে নিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। নির্মাণের চার বছর যেতেই না যেতেই দরিদ্র মানুষের এই স্বপ্নের ঠিকানার বেহাল দশায় পরিণত হয়েছে। নানা সমস্যা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন অবশিষ্ট থাকা পরিবারটির সদস্যরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ৩৫৩ মেট্রিক টন চাল ব্যয়ে পাঁচ একর জমিতে এ প্রকল্পে ৬০টি টিনশেড ঘর নির্মাণ করা হয়। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী সদস্য পারভীন বেগমকে সভাপতি এবং সাবেক সদস্য হাবিবুর রহমান হবিকে সম্পাদক করে প্রকল্প বাস্তবায়ন করা হয়। বছরের জুনে কাজ শেষ হয়।

সরেজমিনে দেখা যায়, ওই গুচ্ছগ্ৰামে ফুলবাড়ী উপজেলা থেকে ৬০ পরিবারের মধ্যে বসবাস করছে মাত্র একটি পরিবার। এ ছাড়া লালমনিরহাট সদরের কুরুল গ্রামের নদীভাঙনে নিঃস্ব ১৮টি পরিবার গুচ্ছগ্ৰামে অস্থায়ীভাবে ঠাঁই নিয়েছে। তারাও মানবেতর জীবনযাপন করছে।

গুচ্ছগ্রামে অবশিষ্ট পরিবারের সদস্য গেদ্যা শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘নিরুপায় হয়ে আমি ও আমার স্ত্রী এখানে আছি। আমার বসতবাড়ির অন্য কোনো জমি নেই।’

গোড়কমন্ডল গ্ৰামের জগদীশ চন্দ্র বলেন, ‘এ গুচ্ছ গ্ৰামে কোনো সুযোগ-সুবিধা নেই। ঘরগুলো নির্মাণের পর থেকে অদ্যাবধি কেউ সেখানকার কোনো সমস্যা নিরসনের ব্যবস্থা নেয়নি। চার বছরে ঘরের দরজা, জানালা খুলে পড়েছে। সামান্য বাতাসে টিন খুলে পড়ে।’

প্রকল্পের সম্পাদক সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান (হাবিব) বলেন, ‘আমাকে নামে মাত্র প্রকল্পের সম্পাদক করা হয়েছে। সবকিছুই করেছেন পিআইও। আমার কাছ থেকে শুধু স্বাক্ষর নিয়েছেন।’

এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত বলেন, ‘গুচ্ছগ্রাম নির্মাণে জমি অধিগ্রহণ করে সঠিক ডিজাইনে গুণগত মান বজায় রেখে কাজ করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত