Ajker Patrika

চট্টগ্রামে আনন্দমেলা

চট্টগ্রামে আনন্দমেলা

২০২১ সালের ১৯ ডিসেম্বর ২৪ ঘণ্টার অনুষ্ঠানমালা সম্প্রচারের কার্যক্রম শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভি চট্টগ্রাম থেকে এখন স্বতন্ত্র অনুষ্ঠান সম্প্রচার হয়। এরই ধারাবাহিকতায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে প্রথমবারের মতো নির্মাণ হলো ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা। ফেরদৌস ও পূর্ণিমার উপস্থাপনায় চট্টগ্রামের আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের শিল্পীরা অংশ নিয়েছেন। চিত্রনায়িকা রোজিনা, নকীব খান, ফকির শাহাবুদ্দিন, সন্দীপন দাস, সাব্বির জামান, রাশেদ, প্রমি প্রমুখ শিল্পী অংশ নিয়েছেন।

এ ছাড়া থাকছে কাওয়ালি গান, পাহাড়ি নৃত্য ও এফ মাইনর ব্যান্ডের পরিবেশনা। আইয়ুব বাচ্চু স্মরণে গান গেয়েছে নাটাই ব্যান্ড। শুটিং হয়েছে চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন নান্দনিক স্থানে। পূর্ণিমা জানিয়েছেন, উপস্থাপনার পাশাপাশি তিনি ও ফেরদৌস ‘ওরে সাম্পানওয়ালা’, ‘মিষ্টি একটা বউ’ ও ‘মধু হই হই’ গানে পারফর্ম করেছেন। ফেরদৌস জানান, এর আগে চট্টগ্রামের এত উন্নয়ন, পরিবর্তন এত সুন্দরভাবে দেখানো হয়নি।

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার, ইলন সফির ও  রিফাত মোস্তফা। অনুষ্ঠানটি প্রচার করা হবে ঈদের দিন রাত ৯টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

তিন ঘণ্টা পর আংশিক চালু মেট্রোরেল

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

এলাকার খবর
Loading...