২০২১ সালের ১৯ ডিসেম্বর ২৪ ঘণ্টার অনুষ্ঠানমালা সম্প্রচারের কার্যক্রম শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভি চট্টগ্রাম থেকে এখন স্বতন্ত্র অনুষ্ঠান সম্প্রচার হয়। এরই ধারাবাহিকতায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে প্রথমবারের মতো নির্মাণ হলো ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা। ফেরদৌস ও পূর্ণিমার উপস্থাপনায় চট্টগ্রামের আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের শিল্পীরা অংশ নিয়েছেন। চিত্রনায়িকা রোজিনা, নকীব খান, ফকির শাহাবুদ্দিন, সন্দীপন দাস, সাব্বির জামান, রাশেদ, প্রমি প্রমুখ শিল্পী অংশ নিয়েছেন।
এ ছাড়া থাকছে কাওয়ালি গান, পাহাড়ি নৃত্য ও এফ মাইনর ব্যান্ডের পরিবেশনা। আইয়ুব বাচ্চু স্মরণে গান গেয়েছে নাটাই ব্যান্ড। শুটিং হয়েছে চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন নান্দনিক স্থানে। পূর্ণিমা জানিয়েছেন, উপস্থাপনার পাশাপাশি তিনি ও ফেরদৌস ‘ওরে সাম্পানওয়ালা’, ‘মিষ্টি একটা বউ’ ও ‘মধু হই হই’ গানে পারফর্ম করেছেন। ফেরদৌস জানান, এর আগে চট্টগ্রামের এত উন্নয়ন, পরিবর্তন এত সুন্দরভাবে দেখানো হয়নি।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার, ইলন সফির ও রিফাত মোস্তফা। অনুষ্ঠানটি প্রচার করা হবে ঈদের দিন রাত ৯টায়।
২০২১ সালের ১৯ ডিসেম্বর ২৪ ঘণ্টার অনুষ্ঠানমালা সম্প্রচারের কার্যক্রম শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভি চট্টগ্রাম থেকে এখন স্বতন্ত্র অনুষ্ঠান সম্প্রচার হয়। এরই ধারাবাহিকতায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে প্রথমবারের মতো নির্মাণ হলো ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা। ফেরদৌস ও পূর্ণিমার উপস্থাপনায় চট্টগ্রামের আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের শিল্পীরা অংশ নিয়েছেন। চিত্রনায়িকা রোজিনা, নকীব খান, ফকির শাহাবুদ্দিন, সন্দীপন দাস, সাব্বির জামান, রাশেদ, প্রমি প্রমুখ শিল্পী অংশ নিয়েছেন।
এ ছাড়া থাকছে কাওয়ালি গান, পাহাড়ি নৃত্য ও এফ মাইনর ব্যান্ডের পরিবেশনা। আইয়ুব বাচ্চু স্মরণে গান গেয়েছে নাটাই ব্যান্ড। শুটিং হয়েছে চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন নান্দনিক স্থানে। পূর্ণিমা জানিয়েছেন, উপস্থাপনার পাশাপাশি তিনি ও ফেরদৌস ‘ওরে সাম্পানওয়ালা’, ‘মিষ্টি একটা বউ’ ও ‘মধু হই হই’ গানে পারফর্ম করেছেন। ফেরদৌস জানান, এর আগে চট্টগ্রামের এত উন্নয়ন, পরিবর্তন এত সুন্দরভাবে দেখানো হয়নি।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার, ইলন সফির ও রিফাত মোস্তফা। অনুষ্ঠানটি প্রচার করা হবে ঈদের দিন রাত ৯টায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪