Ajker Patrika

লক্ষাধিক মুসল্লির জুমার নামাজ আদায়

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৩: ২৯
লক্ষাধিক মুসল্লির জুমার নামাজ আদায়

বগুড়ায় আঞ্চলিক ইজতেমার দ্বিতীয় দিন গতকাল শুক্রবার লক্ষাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। ৯ একর আয়তনের মাঠে স্থানসংকুলান না হওয়ায় মহাসড়ক ও আশপাশের বিভিন্ন রাস্তা, মাঠ, বাসাবাড়ি এবং খোলা স্থানে নামাজ আদায় করেন মুসল্লিরা।

গত বৃহস্পতিবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে বগুড়ার ঝোপগাড়ি এলাকায় মারকাজ মসজিদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই ইজতেমা শুরু হয়। বিশ্ব ইজতেমার সঙ্গে মিল রেখে তিন দিনব্যাপী এই আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহ আলম বলেন, ‘নামাজে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করছি। কিন্তু করোনা ও ওমিক্রনের জন্য গতবারের তুলনায় মুসল্লি কম এসেছেন।’

সরেজমিন দেখা গেছে, জুমার নামাজ আদায়ের জন্য জেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা যানবাহনে করে ও হেঁটে ইজতেমা প্রাঙ্গণে পৌঁছান। বেলা ১১টার মধ্যেই ইজতেমা মাঠ পূর্ণ হয়ে যায়।

আজ শনিবার জোহর নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বগুড়ার আঞ্চলিক ইজতেমা শেষ হচ্ছে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল্লাহ। আয়োজকেরা আশা করছেন, তিন লক্ষাধিক মানুষ আখেরি মোনাজাতে অংশ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

ভারতে জাহাজ নির্মাণের জন্য ২১ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল বাংলাদেশ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত