Ajker Patrika

সবকিছুতে ইতিবাচকতা খুঁজুন

মুসাররাত আবির
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১০: ২৭
সবকিছুতে ইতিবাচকতা খুঁজুন

আধুনিক যুগের বিখ্যাত বিজ্ঞানীদের সংক্ষিপ্ত তালিকা করলে যাঁর নাম শীর্ষে থাকবে, তিনি হলেন বিখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। দুরারোগ্য মোটর নিউরন ব্যাধিতে আক্রান্ত হলেও থেমে ছিল না হকিংয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা। মহাবিশ্ব সৃষ্টির রহস্য ‘বিগ ব্যাং থিউরি’র প্রবক্তা স্টিফেন হকিং। হকিং তাঁর গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন মূলত মহাকর্ষতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, কোয়ান্টামতত্ত্ব, তাপগতিবিদ্যা ও ইনফরমেশন তত্ত্বে।

কাজের উদ্দেশ্য খুঁজে বের করুন

এত সফল ব্যক্তি তাঁর অনুজদের উদ্দেশে কী বলেছেন জানেন? ২০১০ সালের এবিসি নিউজের এক সাক্ষাৎকারে কিংবদন্তি এই বিজ্ঞানী সবাইকে জীবনের উদ্দেশ্য বের করা যায় এমন কাজ খুঁজে বের করার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, ‘কাজ আপনাকে অর্থ ও উদ্দেশ্য দেয় এবং এটি ছাড়া জীবন শূন্য।’

মাথা রাখুন উঁচুতে

তিনি তাঁর সন্তানদের উদ্দেশ করে বলেছিলেন, প্রথমত, সব সময় আকাশের তারাগুলোর দিকে তাকাবে, নিজের পায়ের দিকে নয়। আপনার মাথা যেন সব সময় উঁচুতে থাকে। আপনি যা দেখেন, তা বোঝার চেষ্টা করুন এবং মহাবিশ্বের অস্তিত্ব কী, তা নিয়ে আশ্চর্য হোন। আশপাশের সবকিছু নিয়ে কৌতূহলী হোন।

হাল ছাড়বেন না

দ্বিতীয়ত, কখনোই কাজ ছাড়বেন না এবং জীবন যতই কঠিন মনে হোক না কেন, সব সময় এমন কিছু না কিছু থাকবে, যা আপনি করতে পারেন। আর তা করে সফল হতে পারেন। এটা গুরুত্বপূর্ণ যে, আপনি শুধু হাল ছেড়ে দেবেন না। কাজ আপনাকে অর্থ ও জীবনের উদ্দেশ্য দেয় এবং এটি ছাড়া আপনার জীবন শূন্য। তৃতীয়ত, আপনি যদি ভালোবাসা খুঁজে পাওয়ার মতো যথেষ্ট ভাগ্যবান হন, তবে মনে রাখবেন, এটি বিরল এবং এটি ফেলে দেবেন না।

আপনি যা করেন, তা যদি আপনি পছন্দ করেন, তাহলে এর ছোট ছোট সমস্যা আপনাকে বিরক্ত করবে না এবং আপনাকে ছেড়ে দিতে চাইবে না। এটা ব্যক্তি ও প্রতিষ্ঠান–দুই ক্ষেত্রেই ভালো।

সবকিছুর ইতিবাচক দিক খুঁজুন

আমাকে হরহামেশাই জিজ্ঞাসা করা হয়, এএলএসে আক্রান্ত হওয়ার ব্যাপারে আমার মনের ভাবটা কী রকম? আমি সব সময় বলি, এ নিয়ে আমি তেমন কিছু ভাবি না। সাধারণ মানুষের মতোই বাঁচার চেষ্টা করি, এই অসুখের ফলে যা যা করতে পারি না, তা নিয়েও ভাবি না। আর সত্যি বলতে কি, না পারার তালিকাটা বিশেষ বড়ও নয়। অসুখ ধরা পড়ার আগে বেশ বোরিং জীবন কাটাতাম। সেদিক থেকে দেখলে, অসুখটা থেকে অনেক কিছু পেয়েছিও।

সূত্র: বিবিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত