Ajker Patrika

নতুন বেশ কিছু গান সুর করেছি

রুনা লায়লা
আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৯: ১২
নতুন বেশ কিছু গান সুর করেছি

রুনা আপা, শুভ জন্মদিন।
ধন্যবাদ। 

সত্তরে পা রাখছেন। এবার জন্মদিনে বিশেষ কোনো আয়োজন থাকছে?
গত জন্মদিনে তো কোভিডের কারণে তেমন কিছু করা হয়নি। তবে এবার বাড়িতেই পরিবারের লোকজন, ঘনিষ্ঠ স্বজনদের নিয়ে দিনটি উদ্‌যাপন করব। বড় তেমন কিছু করছি না।

চ্যানেল আইয়ে আপনার জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হচ্ছে জেনেছি?
আজ দুপুর সাড়ে বারোটায় অনন্যা রুমা প্রযোজিত ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশ নিচ্ছি। এই অনুষ্ঠানে কোনাল, ঝিলিক, তরিক মৃধা ও মেজবাহ বাপ্পীর কণ্ঠে আমাকে নিয়ে বিশেষ গান প্রচার করা হবে।

জন্মদিন নিয়ে আপনার কোনো ভালো লাগার স্মৃতি যদি শেয়ার করেন?
স্মৃতি তো অনেক। বিশেষ করে ছোটবেলার কথা মনে পড়ে। তখন তো নতুন জামা, নতুন জুতো—কত কত আনন্দ! এখনো আছে, তবে তেমন করে তো আর হয় না। 

শুনেছি আলমগীর ভাই প্রতি জন্মদিনেই আপনাকে সারপ্রাইজ গিফট দেন। এবারও নিশ্চয় সারপ্রাইজ দেবেন?
উনি তো সব সময়ই দেন। এবারও নিশ্চয়ই দেবেন।

কিছু আন্দাজ করতে পেরেছেন কী দেবেন?
না, না। আগে থেকে তো কিছুই বলেন না উনি। 

এই সময়ের সিনেমার গান কি শোনা হয়?
সিনেমার গান এখন খুব একটা শোনা হয় না। জানি না কেন? আসলে ওইভাবে তো এখন আর গানগুলো আসে না আমাদের কান পর্যন্ত। আগে যেভাবে সিনেমার গানগুলো শোনা যেত নানা মাধ্যমে, এখন আর তেমন শুনি না। তবে টিভিতে যখন দেখায়, তখন শোনা হয়। 

কাছে-পিঠে কারও গান শুনেছেন? ভালো লেগেছে এমন কোনো গান আছে?
এখন তো অনেকেই গাচ্ছে। নতুন প্রজন্মের শিল্পীরা ভালোই গাচ্ছে। ভালো সিনেমা হলে, ভালো গান হলে ভালোই করবে ওরা। ভালো হচ্ছে অবশ্যই। 

যতটা শুনেছেন, তাতে কী মনে হচ্ছে? আমাদের গান কি ডেভেলপ করেছে, নাকি পিছিয়ে পড়েছে বা এক জায়গায় থেমে আছে?
গান তো হিট করছে। আসলে আমার শোনা হয় না আগের মতো। তবে গান যখন হিট করছে, নিশ্চয়ই মানুষের ভালো লাগছে। 

আপনি কি নতুন কোনো গান করছেন?
প্ল্যান তো আছে অনেকই। দেখি এখন কত দূর কী হয়। নতুন বেশ কিছু গানের সুর করেছি। প্ল্যান করছি, এগুলো রেকর্ড করব।

 চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় প্রথমবারের মতো সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। আপনার সুর করা আঁখি আলমগীরের গাওয়া গানটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এরপর আরও বেশ কিছু গানের সুর করেছেন। সুরকার হিসেবে নিয়মিত হবেন?
নিয়মিত ঠিক না। তবে সময়-সুযোগ পেলে সুর করি। ধ্রুব মিউজিক স্টেশনের পাঁচটি গানের সুর করেছিলাম। গানগুলো লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার ও কবির বকুল। সংগীতায়োজন করেছিলেন রাজা কাশেফ। সর্বশেষ আমার সুরে ‘লেজেন্ড ফর এভার’ নামে একটি অ্যালবাম করেছি। এতে আমার সুর করা গান গেয়েছেন আশা ভোঁসলে, হরিহরণ, আদনান সামী, রাহাত ফতেহ আলী খান ও আমি নিজে।

সম্প্রতি কোক স্টুডিও বাংলায় বড় আয়োজনে গান হলো। গান বাংলায়ও অনেক দিন ধরেই পুরোনো গানগুলো নতুন আয়োজনে আসছে। গানের এই বিশেষ আয়োজনে রুনা লায়লা বা সাবিনা ইয়াসমীনদের মতো শিল্পীদের অবশ্যই থাকা উচিত। আপনার সঙ্গে কি এ বিষয়ে কোনো আলোচনা হচ্ছে?
কথা বার্তা হচ্ছে, দেখা যাক কী হয়।

আপনার কি আগ্রহ আছে ওই আয়োজন নিয়ে?
হ্যাঁ, নিশ্চয়ই। কেন করব না? ভালো অনুষ্ঠান করছে ওরা। অল্প কিছু দেখার সুযোগ হয়েছে। ভালোই লাগল। 

আপনার ভালো লেগেছে রিমেকগুলো?
হ্যাঁ। বেশির ভাগই তো হচ্ছে নজরুলগীতি, ফোক। ভালোই লেগেছে আমার।

শিল্পী সিনেমায় অভিনয় করেছিলেন। নতুন আর কোনো সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে?
না, না, আর না। একবারই নিজের ভালো লাগা থেকে অভিনয় করেছি। অভিনয় অনেক কঠিন বিষয়। শিল্পী সিনেমাটি তৈরি হয়েছিল শিল্পী রুনা লায়লার জীবনকে ঘিরে। তাই শ্রদ্ধেয় চাষী নজরুল ইসলামের অনুপ্রেরণায় সিনেমাটিতে অভিনয় করেছি। আর এই দুঃসাহস করতে চাই না। আমি সংগীতশিল্পী, এটাই আমার বড় পরিচয়, এটাই ভীষণ ভালো লাগার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত