Ajker Patrika

দেখি নৌকাকে কীভাবে পাস করাইয়া দেয়

নিজস্ব প্রতিবেদক, সিলেট
দেখি নৌকাকে কীভাবে পাস করাইয়া দেয়

সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দলীয় মনোনয়নবঞ্চিত মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি আল্লাহর কাছে আর শাহজালাল (রহ.) বাবার কাছে চেয়েছিলাম নির্বাচন করব। কিন্তু ভাগ্যে জোটে নাই। জননেত্রী শেখ হাসিনা ওসমানীনগর থেকে একটা আনিয়া (এনে) দাঁড় করাইছে এখানে নৌকা দিয়ে। যাক, এটা আল্লাহর হুকুম। সে তাঁর নৌকা নিয়ে চলুক। আমরাও আছি। দেখি, নৌকাকে কীভাবে কোন দিকে নিয়ে পাস করাইয়া দেয়।’ 

আব্দুল খালিক গত মঙ্গলবার নগরের কাজলশাহ এলাকার রাধারাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর বর হাজারীর বাড়ির উঠানে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

খালিক আসন্ন ২১ জুনের সিসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ১১ মনোনয়নপ্রত্যাশীর একজন ছিলেন। সবাইকে টপকে গত ১৫ এপ্রিল মনোনয়ন পান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এর পর থেকেই মনোনয়নবঞ্চিতরা ভেতরে ভেতরে ক্ষুব্ধ ও হতাশ। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি নন। বিষয়টি আঁচ করতে পেরে দলের কেন্দ্রীয় নেতারা সিলেটে এসে কঠোর বার্তা দিয়ে গেছেন। তবু ভেতরের কথা অপকটে বলে ফেললেন এই নেতা। 

বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করে আব্দুল খালিক আজকের পত্রিকাকে বলেন, ‘বয়স হয়েছে, শরীরও ভালো না। কথাবার্তা অ্যাবনরমাল হয়ে যায়। এটা মিসটেক হয়েছে। তোমরা লেইক্কও না, আমি সবার কাছে মাপ চেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত