নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দলীয় মনোনয়নবঞ্চিত মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি আল্লাহর কাছে আর শাহজালাল (রহ.) বাবার কাছে চেয়েছিলাম নির্বাচন করব। কিন্তু ভাগ্যে জোটে নাই। জননেত্রী শেখ হাসিনা ওসমানীনগর থেকে একটা আনিয়া (এনে) দাঁড় করাইছে এখানে নৌকা দিয়ে। যাক, এটা আল্লাহর হুকুম। সে তাঁর নৌকা নিয়ে চলুক। আমরাও আছি। দেখি, নৌকাকে কীভাবে কোন দিকে নিয়ে পাস করাইয়া দেয়।’
আব্দুল খালিক গত মঙ্গলবার নগরের কাজলশাহ এলাকার রাধারাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর বর হাজারীর বাড়ির উঠানে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন।
খালিক আসন্ন ২১ জুনের সিসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ১১ মনোনয়নপ্রত্যাশীর একজন ছিলেন। সবাইকে টপকে গত ১৫ এপ্রিল মনোনয়ন পান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এর পর থেকেই মনোনয়নবঞ্চিতরা ভেতরে ভেতরে ক্ষুব্ধ ও হতাশ। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি নন। বিষয়টি আঁচ করতে পেরে দলের কেন্দ্রীয় নেতারা সিলেটে এসে কঠোর বার্তা দিয়ে গেছেন। তবু ভেতরের কথা অপকটে বলে ফেললেন এই নেতা।
বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করে আব্দুল খালিক আজকের পত্রিকাকে বলেন, ‘বয়স হয়েছে, শরীরও ভালো না। কথাবার্তা অ্যাবনরমাল হয়ে যায়। এটা মিসটেক হয়েছে। তোমরা লেইক্কও না, আমি সবার কাছে মাপ চেয়েছি।’
সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দলীয় মনোনয়নবঞ্চিত মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি আল্লাহর কাছে আর শাহজালাল (রহ.) বাবার কাছে চেয়েছিলাম নির্বাচন করব। কিন্তু ভাগ্যে জোটে নাই। জননেত্রী শেখ হাসিনা ওসমানীনগর থেকে একটা আনিয়া (এনে) দাঁড় করাইছে এখানে নৌকা দিয়ে। যাক, এটা আল্লাহর হুকুম। সে তাঁর নৌকা নিয়ে চলুক। আমরাও আছি। দেখি, নৌকাকে কীভাবে কোন দিকে নিয়ে পাস করাইয়া দেয়।’
আব্দুল খালিক গত মঙ্গলবার নগরের কাজলশাহ এলাকার রাধারাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর বর হাজারীর বাড়ির উঠানে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন।
খালিক আসন্ন ২১ জুনের সিসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ১১ মনোনয়নপ্রত্যাশীর একজন ছিলেন। সবাইকে টপকে গত ১৫ এপ্রিল মনোনয়ন পান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এর পর থেকেই মনোনয়নবঞ্চিতরা ভেতরে ভেতরে ক্ষুব্ধ ও হতাশ। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি নন। বিষয়টি আঁচ করতে পেরে দলের কেন্দ্রীয় নেতারা সিলেটে এসে কঠোর বার্তা দিয়ে গেছেন। তবু ভেতরের কথা অপকটে বলে ফেললেন এই নেতা।
বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করে আব্দুল খালিক আজকের পত্রিকাকে বলেন, ‘বয়স হয়েছে, শরীরও ভালো না। কথাবার্তা অ্যাবনরমাল হয়ে যায়। এটা মিসটেক হয়েছে। তোমরা লেইক্কও না, আমি সবার কাছে মাপ চেয়েছি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪