Ajker Patrika

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: গ্লোবাল ইউগ্রেড এক্সচেঞ্জ প্রোগ্রাম

আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: গ্লোবাল ইউগ্রেড এক্সচেঞ্জ প্রোগ্রাম

গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এক সেমিস্টার পড়াশোনার জন্য বাংলাদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করার ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস। গ্লোবাল ইউগ্রেড এক্সচেঞ্জ প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদত্ত একটি বৃত্তি। এই বৃত্তির জন্য বেশ কিছু পরীক্ষা ও ধাপের মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়ে থাকে। এরপর বিনা খরচে আমেরিকায় এক সেমিস্টার পড়াশোনা, থাকা এবং বৃত্তি দেওয়া হয়। যেখানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশীয় সংস্কৃতি তুলে ধরেন বিভিন্ন দেশের প্রতিনিধি। মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় সে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা। এটি একটি ফুল ফ্রি বৃত্তি। এই প্রোগ্রামের মেয়াদ এক সেমিস্টার। ১৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত এই বৃত্তির জন্য আবেদন করা যাবে। 

সুযোগ-সুবিধা

  • শিক্ষার্থীরা স্নাতক প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে এক সেমিস্টারের জন্য পূর্ণ সময় পড়াশোনা করবেন।
  • যুক্তরাষ্ট্রের স্থানীয় কমিউনিটিতে সেবামূলক কাজে অংশ নিয়ে নেতৃত্বের দক্ষতা বাড়াতে পারবেন।
  • যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানে ইন্টার্ন করার সুযোগ পাবেন, যা তাঁদের প্রফেশনাল দক্ষতা বাড়িয়ে তুলবে।
  • এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা মার্কিন সমাজ ও সংস্কৃতি নিয়ে জ্ঞান লাভ করবেন। পরে তাঁরা বাংলাদেশে ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবেন।
  • এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় সে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা। 

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
  • নিজ দেশে উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্ত করতে হবে।
  • নিজ দেশে স্নাতক পর্যায়ে অন্তত এক সেমিস্টার শেষ করতে হবে।
  • ইংরেজিতে দক্ষ হতে হবে।
  • যুক্তরাষ্ট্রের জে-১ ভিসার নীতিমালা মেনে চলতে হবে। প্রোগ্রাম শেষে বাংলাদেশে ফিরে আসার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • নিজ সম্পর্কে রচনা।
  • দুটি রেকমেন্ডেশন লেটার। একটি ইউনিভার্সিটির প্রফেসর থেকে, আরেকটি যেকোনো শিক্ষক, কোচ বা সহকর্মীর থেকে হতে হবে। প্রতিটি লেটারের সঙ্গে যিনি রেকমেন্ড করছেন, তাঁর ফোন নম্বর ও ই-মেইল অ্যাড্রেস যুক্ত করতে হবে। বন্ধু বা পরিবারের সদস্যদের থেকে রেকমেন্ডেশন লেটার নেওয়া যাবে না।
  • বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে শুরু করে বর্তমান বর্ষের একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • গ্রেডশিটে বিশ্ববিদ্যালয়ের ডিনের সাইন এবং অফিশিয়াল সিল।
  • পাসপোর্ট।
  • জাতীয় পরিচয়পত্র।
  • সহশিক্ষা কার্যক্রমের সার্টিফিকেট।

আবেদনের প্রক্রিয়া
webportalapp.com এই ওয়েবসাইটে গ্লোবাল ইউগ্রেড বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর, ২০২২ মধ্যরাত পর্যন্ত (বাংলাদেশ সময়)। 

অনুবাদ: মুসাররাত আবির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত