Ajker Patrika

সম্প্রীতি সমুন্নত রাখতে সভা

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১২: ২৩
সম্প্রীতি সমুন্নত রাখতে সভা

সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সমুন্নত রাখার লক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সভা কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী।

সভায় বক্তব্য দেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, আইনুল ইসলাম নান্টা, অনীমা রাণী ম-ল, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার মুফতি আক্তারুজ্জামান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, থানা মসজিদের ইমাম মাহমুদুল হাসান, পুরোনো কোর্ট জামে মসজিদের ইমাম ফিরোজ হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। এ সময় পৌরসভার ৯টি ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...