Ajker Patrika

গমখেতে শিশুর কান্না

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১২: ৫৩
গমখেতে শিশুর কান্না

নাটোরের লালপুরে গমখেত থেকে এক দিনের শিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটিকে উদ্ধারকারী দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া গ্রামের ভ্যানচালক মো. বাবুল হোসেন (৫৫) বলেন, প্রতিদিনের মতো তিনি গতকাল ভোরে রামপাড়া-রাধাকান্তপুর রাস্তায় হাঁটতে বের হন। সকাল ৬টার দিকে রাধাকান্তপুরে হাকিম পীরের আস্তানার পূর্ব পাশে গমখেত থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান তিনি। কাছে গিয়ে দেখতে পান প্রিন্টের শাড়ি দিয়ে প্যাঁচানো সদ্য ভূমিষ্ঠ একটি ছেলেশিশু। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষয়টি প্রশাসনকে জানিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাবুল হোসেনের স্ত্রী মোছা. মানজেরা খাতুন বলেন, তাঁদের দুই ছেলে রয়েছে। তাঁরা এখন বড় হয়ে গেছে। অজ্ঞাত এই শিশুটিকে এখন নিজের সন্তান হিসেবে লালন-পালন করতে চান তিনি।

মো. বাবুল হোসেনের ছেলে ব্যবসায়ী আলী হাসান (২৬) বলেন, তাঁর বাবা-মা শিশুটিকে দত্তক নিতে চান। এতে তাঁদের দুই ভাইয়েরই মত রয়েছে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, উদ্ধার করা এক দিনের শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। সে শারীরিকভাবে সুস্থ আছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ‘শিশুটিকে কেউ ফেলে রেখে গেছে। এখন সে বাবুল হোসেনের পরিবারের হেফাজতে রয়েছে। তারা শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা পোষণ করেছে। আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

এলাকার খবর
Loading...