লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে গমখেত থেকে এক দিনের শিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুটিকে উদ্ধারকারী দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া গ্রামের ভ্যানচালক মো. বাবুল হোসেন (৫৫) বলেন, প্রতিদিনের মতো তিনি গতকাল ভোরে রামপাড়া-রাধাকান্তপুর রাস্তায় হাঁটতে বের হন। সকাল ৬টার দিকে রাধাকান্তপুরে হাকিম পীরের আস্তানার পূর্ব পাশে গমখেত থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান তিনি। কাছে গিয়ে দেখতে পান প্রিন্টের শাড়ি দিয়ে প্যাঁচানো সদ্য ভূমিষ্ঠ একটি ছেলেশিশু। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষয়টি প্রশাসনকে জানিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাবুল হোসেনের স্ত্রী মোছা. মানজেরা খাতুন বলেন, তাঁদের দুই ছেলে রয়েছে। তাঁরা এখন বড় হয়ে গেছে। অজ্ঞাত এই শিশুটিকে এখন নিজের সন্তান হিসেবে লালন-পালন করতে চান তিনি।
মো. বাবুল হোসেনের ছেলে ব্যবসায়ী আলী হাসান (২৬) বলেন, তাঁর বাবা-মা শিশুটিকে দত্তক নিতে চান। এতে তাঁদের দুই ভাইয়েরই মত রয়েছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, উদ্ধার করা এক দিনের শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। সে শারীরিকভাবে সুস্থ আছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ‘শিশুটিকে কেউ ফেলে রেখে গেছে। এখন সে বাবুল হোসেনের পরিবারের হেফাজতে রয়েছে। তারা শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা পোষণ করেছে। আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হবে।’
নাটোরের লালপুরে গমখেত থেকে এক দিনের শিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুটিকে উদ্ধারকারী দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া গ্রামের ভ্যানচালক মো. বাবুল হোসেন (৫৫) বলেন, প্রতিদিনের মতো তিনি গতকাল ভোরে রামপাড়া-রাধাকান্তপুর রাস্তায় হাঁটতে বের হন। সকাল ৬টার দিকে রাধাকান্তপুরে হাকিম পীরের আস্তানার পূর্ব পাশে গমখেত থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান তিনি। কাছে গিয়ে দেখতে পান প্রিন্টের শাড়ি দিয়ে প্যাঁচানো সদ্য ভূমিষ্ঠ একটি ছেলেশিশু। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষয়টি প্রশাসনকে জানিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাবুল হোসেনের স্ত্রী মোছা. মানজেরা খাতুন বলেন, তাঁদের দুই ছেলে রয়েছে। তাঁরা এখন বড় হয়ে গেছে। অজ্ঞাত এই শিশুটিকে এখন নিজের সন্তান হিসেবে লালন-পালন করতে চান তিনি।
মো. বাবুল হোসেনের ছেলে ব্যবসায়ী আলী হাসান (২৬) বলেন, তাঁর বাবা-মা শিশুটিকে দত্তক নিতে চান। এতে তাঁদের দুই ভাইয়েরই মত রয়েছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, উদ্ধার করা এক দিনের শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। সে শারীরিকভাবে সুস্থ আছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ‘শিশুটিকে কেউ ফেলে রেখে গেছে। এখন সে বাবুল হোসেনের পরিবারের হেফাজতে রয়েছে। তারা শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা পোষণ করেছে। আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪