Ajker Patrika

বিহারি ক্যাম্প থেকে ‘পাকিস্তানি রাজু’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১১: ২০
বিহারি ক্যাম্প থেকে ‘পাকিস্তানি রাজু’ গ্রেপ্তার

মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের চিহ্নিত মাদক কারবারি রাজু ওরফে পাকিস্তানি রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিহারি ক্যাম্পের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে গতকালই রাজুকে কারাগারে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানার এসআই মিজান জানান, বিহারি ক্যাম্পের সামনে থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। সে স্থানীয় একটি মাদক কারবারি চক্রের অন্যতম হোতা। এর আগেও তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। চক্রের খোঁজখবর জানতে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। তাঁর চক্রের সদস্যদের ব্যাপারে তদন্ত চলছে।

স্থানীয় সূত্র জানায়, রাজু একসময় পান বিক্রি করতেন। পরে তিনি ইয়াবাসহ বিভিন্ন মাদকের ডিলার হয়ে ওঠেন। এখন তিনি বিপুল সম্পদের মালিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত