Ajker Patrika

দুর্গাপুরে নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা

দুর্গাপুর প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ০৬
দুর্গাপুরে নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা

দুর্গাপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সরগরম হয়ে উঠছে উপজেলার সাতটি ইউনিয়নের সবগুলো এলাকার পাড়া-মহল্লা।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত শীত ও কুয়াশা উপেক্ষা করে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন। ভোট ও দোয়া প্রার্থনা করছেন।

উপজেলার ছয় ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা যায়, নওপাড়া, কিসমত গণকৈড়, পানানগর, দেলুয়াবাড়ী, ঝালুকা, জয়নগর ইউনিয়নের বিভিন্ন এলাকার আঁনাচে কানাচে ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে। ছয় ইউনিয়নে মোট ১৭ জন চেয়ারম্যান, সংরক্ষিত নারী পদে ৫৪ জন ও সাধারণ সদস্য পদে ১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে নওপাড়া ইউনিয়নে সাইফুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম (ঘোড়া), আব্দুল ওহাব মণ্ডল (আনারস), কিমসত গণকৈড় ইউনিয়নে আবুল কালাম আজাদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আকবর আলী (আনারস), বুলবুল খন্দকার (ঘোড়া), পানানগর ইউনিয়নে আজাহার আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আদম আলী (ঘোড়া), মোজাম্মেল হক (আনারস), দেলুয়াবাড়ী ইউনিয়নে আহসান হাবিব (নৌকা), স্বতন্ত্র প্রার্থী রিয়াজুল ইসলাম রেন্টু (ঘোড়া), ঝালুকা ইউনিয়নে আকতার আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ফয়জুল ইসলাম (আনারস), মোহাজার আলী মণ্ডল (ঘোড়া), জয়নগর ইউনিয়নে মিজানুর রহমান (নৌকা), শমসের আলী (ঘোড়া) ও খায়রুল ইসলাম আনারস প্রতীক নিয়ে লড়ছেন।

এ ছাড়াও সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও বেশ জোরেশোরে প্রচার চালিয়ে যাচ্ছেন। ছয় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ২৮ হাজার ৪৮৫ জন। পুরুষ ভোটার ৫৪ হাজার ৫৩৩ জন। নারী ভোটার ৬৩ হাজার ৯৫২ জন। মোট কেন্দ্র সংখ্যা ৫৫টি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত