Ajker Patrika

‘যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে’

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭: ৩৬
‘যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে’

বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক বলেছেন, যৌন হয়রানির বিরুদ্ধে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন নাগরিকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীদের সমঅধিকার প্রতিষ্ঠা করতে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি সব কাজকর্ম সম্পৃক্ত করতে হবে। অপ্রাপ্ত মেয়েদের বাল্য বিয়ে দেওয়া হলে তারা প্রতিভা বিকাশ ঘটাতে পারবে না, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

গতকাল সোমবার বেলা ১১টায় ‘যৌন হয়রানি প্রতিরোধে নিশ্চিত করতে শিশুদের নির্ভয়ে পথচলা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনের (ইউএনএফপিএ) অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় এতে সভাপতিত্ব করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত