Ajker Patrika

ভারতকে শুধু জিতলেই চলবে না!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৫: ১৮
ভারতকে শুধু জিতলেই চলবে না!

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ভারতীয় সমর্থকদের দায়িত্বটা বেড়েই গেল! এখন তাদের শুধু ভারতের জয় কামনা করলে চলবে না, প্রার্থনায় বসতে হবে নিউজিল্যান্ডের ‘যাত্রা ভঙ্গের’ জন্যও। আজ তাই তাদের কাজটা একটু বেশিই।

আজ সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ডের। আর নিউজিল্যান্ডের প্রতিপক্ষ নামিবিয়া। শক্তি ও পরিসংখ্যানের হিসাবে ভারত আর নিউজিল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ড-নামিবিয়ার পার্থক্য আকাশ-পাতাল। কিন্তু সেই দুই খেলাই হয়ে দাঁড়িয়েছে অলিখিতভাবে টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ম্যাচ।

দুবাইয়ে রাত আটটায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তবে বিকেল চারটা থেকেই কোহলিদের চোখ থাকবে শারজাতে কী হচ্ছে সেদিকেও। তখন থেকে যে নিউজিল্যান্ড ও নামিবিয়ার খেলা।

সেমিফাইনালে যেতে হলে এখন ভারতকে পরের দুই ম্যাচে জিততেই হবে। শুধু জিতলেই হবে না, জয়ের ব্যবধানটাও হতে হবে বড়। তাতেও অবশ্য লাভ হবে না—যদি নিউজিল্যান্ড তাদের শেষ দুই ম্যাচ জিতে। আজ তাই নিউজিল্যান্ডের হারার দিকেও তাকিয়ে থাকতে হবে ভারতকে। সঙ্গে স্কটল্যান্ডকে হারাতে তো হবেই। সেটি যদি হয়—তাহলে সেমিফাইনালে যাওয়ার দুর্গম পথটা অনেকটা কণ্টকহীন হয়ে যাবে কোহলিদের।

পরশু মোহাম্মদ নবীদের বিপক্ষে ৬৬ রানে জিতে নিজেদের প্রাথমিক কাজটা দুর্দান্তভাবে সেরে রেখেছেন রোহিত শর্মা-লোকেশ রাহুলরা। এই জয়ে আশা তো বাঁচিয়ে রেখেছেই, বাড়িয়ে দিয়েছে ভারতের রান রেটটাও। আফগান ম্যাচের আগে ভারতের রান রেট ছিল ১.৬০৯। ৬৬ রানের জয়ে সেটা ০.০৭৩ হয়ে গেছে। ফলে নামিবিয়াকে টপকে এখন গ্রুপের চতুর্থ দল ভারত।

এখন বাকি দুই ম্যাচে স্কটল্যান্ড-নামিবিয়াকে হারালে ভারতের পয়েন্ট হবে ৬। তবে নিজেদের পয়েন্ট ৬ হলেই শুধু চলছে না কোহলিদের। সঙ্গে নিউজিল্যান্ডের পয়েন্ট যেন ছয়ের বেশি না হয় সেই প্রত্যাশাও করতে হবে। অর্থাৎ নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে অন্তত এক ম্যাচে নিউজিল্যান্ড যেন হারে, সেদিকে বিরস বদনে তাকিয়ে থাকতে হবে।

স্কটল্যান্ড ম্যাচ সামনে রেখে ভারতের তারকা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন বলেন, ‘দুই হারের পর আমি বেশ হতাশ হয়ে পড়েছিলাম। ম্যাচ হারা কখনোই ভালো কিছু না। সেমিফাইনালের স্বপ্নও তাতে ধাক্কা খেয়েছে। কিন্তু গত ম্যাচের পর আমরা এখন ভালো কিছুর অপেক্ষায় আছি।’

৮ নভেম্বর সুপার টুয়েলভে ভারতের শেষ ম্যাচ। তার আগেই অবশ্য সব হিসাব জেনে যাবেন কোহলিরা। যদি নিউজিল্যান্ড দুই ম্যাচ জিতেই যায়, তাহলে ভারত সেদিন শুধু খেলতে নামবে আনুষ্ঠানিকতা সারতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...