Ajker Patrika

বাল্যবিবাহ রোধে কমিটি হচ্ছে স্কুল-কলেজে

ফুলতলা প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬: ৪৪
বাল্যবিবাহ রোধে কমিটি হচ্ছে স্কুল-কলেজে

ফুলতলায় বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সম্পৃক্ততায় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলার ৩৯টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ কমিটি গঠন করা হবে। গত বুধবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ বিষয়ে এক মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম। বিশেষ অতিথি ছিলেন ওসি মো. ইলিয়াস তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মো. শাহীন আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ আছম আব্দুর রহিম, অধ্যক্ষ অজয় কুমার চক্রবতী, অধ্যক্ষ মুহাম্মদ খায়রুল ইসলাম, অধ্যক্ষ তৌহিদুর রহমান, প্রধান শিক্ষক বিমান নন্দী, তাপস কুমার বিশ্বাস, মোশাররফ হোসেন মোড়ল, মনিরা পারভিন, রাশিদা খাতুন, মহাসিন বিশ্বাস, এস. এ হালিম, এস এম কাউস আলী, প্রশান্ত রায়, গোলাম মোস্তফা, মো. ইনামুল হক ফারুক, জাকির হোসেন মোল্লা, প্রেম চাঁদ মন্ডল, মাদ্রাসা সুপার ইউনুস আলী, মোহাম্মদ ইব্রাহী, শাহাজাহান হুসাইন প্রমুখ। সভায় উপজেলার ৩৯টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় বাল্যবিবাহ রোধকল্পে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত