Ajker Patrika

‘তুই একটা ছাগল’

সম্পাদকীয়
‘তুই একটা ছাগল’

বাঙালিরা কয়েকটি পশুকে বোকা বলে ভাবে। গাধা, ছাগল আর গরু—এই প্রাণী তিনটিকে বোকামির প্রতীক বলে উল্লেখ করা হয়ে থাকে। মানুষ যখন গাল হিসেবে ছাগলের কথা বলে, তখন বোঝানো হয়, এই ব্যক্তি বুদ্ধিহীন। ‘তুই একটা ছাগল’ বললে যিনি এই উপাধি পেলেন, তাঁর খুশি হওয়ার কোনো কারণ ঘটে না। অন্যদিকে যদি কেউ বলে ‘বাঘের বাচ্চা’ কিংবা ‘রয়েল বেঙ্গল টাইগার’ অথবা ‘একেবারে সিংহ’, তাহলে মানুষের কান আরাম পায়।

প্রাণীদের নিয়ে এ রকম হাজারটা উদাহরণ দেওয়া যায়। জীবনের নানা রুচিশীল ও রুচিহীন কথাবার্তার মাধ্যমে প্রাণীদের এ রকম ‘বোকা’ অবয়ব সৃষ্টি করেছে মানুষ। যখন এসব সৃষ্টি করা হয়েছে, তখন মানুষ ভেবে দেখেনি, তুলনা করতে গেলে মানুষের চেয়ে ঢের ঢের উন্নত এই প্রাণীরা। অন্য সবকিছু বাদ দিয়ে শুধু দুর্নীতি এবং অপচয়ের প্রসঙ্গ টেনে আনলেও মানুষের কীর্তি কতটা ভয়াবহ হতে পারে তা ফাঁস হয়ে যাবে। এখন থেকে ‘ছাগল’, ‘গাধা’, ‘গরু’ বলে যদি কাউকে ডাকা হয়, তাহলে নির্দ্বিধায় বলা যায়, সে অর্থটি তথাকথিত ‘মানুষ’ বলতে ইদানীং যে অবয়ব ভেসে ওঠে, তার চেয়ে উচ্চাঙ্গের।

প্রতিবছরই কোরবানির সময় বিপুল পরিমাণ পশুর আমদানি ঘটে হাট-বাজারে। নানা দামে সেই সব পশু বিক্রি হয়। উল্লেখযোগ্য মূল্যে পশু বিক্রি হলে তা খবরের কাগজের আলোচনার বিষয় হয়েছে আগেও। কিন্তু এবার অন্তত দুটি বিষয় সাধারণ মানুষকে দারুণ রকম বিস্মিত করেছে। কোটি টাকা দামের গরু আর ১৫ লাখ টাকা দামের ছাগল যখন আলোচনায় এসেছে, তখন বিস্মিত আমজনতা প্রশ্ন করেছে—এত টাকা দিয়ে যাঁরা গরু-ছাগল কিনতে পারেন, তাঁদের আয়ের হিসাব স্বচ্ছ তো?

আর সেই পথ ধরেই বেরিয়ে এল এমন সব খবর, যাতে বোঝা গেল, অসততা নিয়ে বড়াই করা ফ্যাশন হয়ে গেছে একশ্রেণির মানুষের। জবাবদিহিহীনভাবে তাঁরা এ সমাজেই টিকে থাকছেন। টিকে থাকার জন্য সমাজ ও প্রশাসনের নানা খুঁটি তাঁরা ব্যবহার করছেন। তাতেই নিপাতনে সিদ্ধ হয়ে যাচ্ছে তাঁদের অসততা, দুর্নীতি, ঘুষের কারবার।

চালাক মানুষ আর বোকা ছাগল নিয়ে আলোচনার কিছু নেই। ভাষার আলোচনায় দেখা গেছে, একসময়ের ইতিবাচক শব্দ কীভাবে নেতিবাচক শব্দে পরিণত হয়। ‘মীরজাফর’, ‘রাজাকার’ শব্দগুলো তেমনই দুটি শব্দ। বাঙালির ইতিহাসে এই শব্দগুলো চিরকালের জন্যই বিশ্বাসঘাতকতার নজির হয়ে থাকবে।

তেমনি ঈদে কোটি টাকার গরু কিংবা ১৫ লাখ টাকার ছাগল যাঁরা কেনেন, তাঁদের সম্পর্কে অবলীলায় বলা যায়, তাঁরা রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করে ‘ফুটানি’ মারছেন। বলে রাখা প্রয়োজন, এই ডিজিটাল যুগে কেউ ফুটানি মারলে আমজনতা প্রশ্ন তোলার মতো স্বাবলম্বী হয়েছে।

লাখ-কোটির কারবারে মূলত অসৎ মানুষদের দাপট, সেটাও এখন পরিষ্কার বোঝা যাচ্ছে।তাই ‘বোকা’ গরু-ছাগলও যে অসৎ মানুষের চরিত্র উদ্ঘাটন করতে পারে, তা তো দেখাই গেল এই ঈদে। এখন থেকে গরু-ছাগলকে গাল দেবেন, নাকি এই অসৎ মানুষদের, সেটা আপনার বিবেচনার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত